শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ৩০ মার্চ ২০২২, ০০:০০

মাদরাসা সুষ্ঠু ও  সুন্দরভাবে পরিচালনা করতে হবে
এডিসি (শিক্ষা ও আইসিটি) রাশেদা আক্তার

চাঁদপুর সদর উপজেলার শত বছরের ঐতিহ্যবাহী শাহতলী কামিল মাদরাসার নিয়মিত গভর্নিং বডির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৯ মার্চ মঙ্গলবার সকাল ১০টায় চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসকের কার্যালয়ে মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইনের পরিচালনায় সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও মাদরাসার গভর্নিং বডির নবাগত সভাপতি মোছাম্মৎ রাশেদা আক্তার। তিনি বলেন, মাদরাসা সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনা করতে হবে। মাদরাসার সার্বিক সফলতা কামনা করছি। প্রতিষ্ঠানের প্রতিটি কাজ স্বচ্ছতার মাধ্যমে করতে হবে। যেভাবে প্রতিষ্ঠানের মঙ্গল হয় সেভাবেই কাজ করতে হবে। শিক্ষার মান বৃদ্ধিতে গভর্নিং বডি, অভিভাবক ও শিক্ষকদের সমন্বিতভাবে কাজ করতে হবে।

সভায় বক্তব্য রাখেন মাদরাসা গভর্নিং বডির পুনরায় নির্বাচিত সহ-সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

তিনি বক্তব্যে বলেন, দীর্ঘ ১১৮ বছর পর এ মাদরাসায় মাননীয় শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি'র সহযোগিতায় ৪তলা বিশিষ্ট একাডেমিক ভবন নির্মাণ করা হয়েছে। আমি ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মাননীয় শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপিকে। আমি আরো ধন্যবাদ জানাই চাঁদপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরকে। সবাইকে মাদরাসার উন্নয়নে এগিয়ে আসতে হবে।

এ সময় মাদারাসায় অনার্স কোর্স খোলার বিষয়ে আলোচনা এবং আবেদন করার সিদ্ধান্ত গ্রহণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় অংশ নেন মাদ্রাসার গভর্নিং বডির প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ্ব আবু তাহের খান, দাতা সদস্য হাফেজ জাকির হোসেন তপাদার, অভিভাবক সদস্য মোশারফ হোসেন তালুকদার, শিক্ষক প্রতিনিধি সদস্য ও সহকারী অধ্যাপক মোঃ কামাল উদ্দিন, শিক্ষক প্রতিনিধি সদস্য মাওলানা মিজানুর রহমান, শিক্ষক প্রতিনিধি সদস্য মাওলানা আব্দুল হালিম গাজী, অভিভাবক সদস্য মোঃ আমির খান, অভিভাবক সদস্য মাওলানা মোঃ হানিফ খান।

সভার শুরুতে মাদরাসার নবাগত গভর্নিং বডির সভাপতি ও চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোছাম্মৎ রাশেদা আক্তার ও পুনরায় নির্বাচিত গভর্নিং বডির সহ-সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদীকে মাদরাসার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইনসহ গভর্নিং বডির সদস্যবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি সদস্য ও মাদরাসার সিনিয়র মৌলভী মাওলানা মিজানুর রহমান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়