শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ৩০ মার্চ ২০২২, ০০:০০

শাহরাস্তিতে দলিল লেখক সমিতির নির্বাচন সম্পন্ন
মোঃ মঈনুল ইসলাম কাজল ॥

শাহরাস্তি উপজেলার চিতোষী সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। ২৯ মার্চ মঙ্গলবার চিতোষী বাজারে অবস্থিত সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ৫৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে সভাপতি পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে সর্বোচ্চ ভোট পেয়ে হেলাল উদ্দিন সভাপতি নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এ পদে মোঃ ইয়াছিন আলম নির্বাচিত হন। সাংগঠনিক সম্পাদক পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে মোঃ ইসমাইল হোসেন সর্বোচ্চ ভোট পেয়ে বিজয়ী হন। কোষাধ্যক্ষ পদে অংশ নেয়া তিন প্রার্থীর মধ্যে সাহাদাত হোসেন মানিক জয়লাভ করেন। এছাড়া দপ্তর সম্পাদক ও প্রচার সম্পাদক পদে মোঃ আকতার হোসেন এবং মোঃ আঃ মমিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেন চিতোষী এসআর কার্যালয়ের সাব-রেজিস্ট্রার মোঃ রিয়াজুল ইসলাম।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়