শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৯ মার্চ ২০২২, ০০:০০

দুই পুলিশ সুপারের প্রতি পা হারানো কনস্টেবল হৃদয় দাসের কৃতজ্ঞতা
কামরুজ্জামান টুটুল ॥

পুলিশ কনস্টেবল হৃদয় দাস। পুলিশে চাকুরি পাওয়ার কিছুদিন পর চাঁদপুরের কর্মস্থলে দুর্ঘটনায় মারাত্মক আহত হন। সে ঘটনায় হৃদয় দাসের পা কেটে ফেলতে হয়। পা হারানো লোক কোনোভাবেই পুলিশে চাকুরি করতে পারে না। এমন চিন্তা নিয়ে যখন হৃদয়ের বাড়িতে অভাবের দেখা মিলে, ঠিক তখনই হৃদয়ের বাড়িতে দেবদূতের মতো হাজির চাঁদপুরের তৎকালীন পুলিশ সুপার মাহবুবুর রহমান। হৃদয়ের কষ্ট দেখে তার প্রতি সহানুভূতি জন্মায়। হৃদয়ের চিকিৎসার জন্যে উদ্যোগ নেন জেলা পর্যায়ের পুলিশের সর্বোচ্চ এই কর্মকর্তা। মূলত তাঁর কারণে ভারতে হৃদয় দাসের কৃত্রিপ পা লাগানো হয়। এরই মধ্যে মাহবুবুর রহমান বদলি হয়ে যান। আসেন পুলিশ সুপার মিলন মাহমুদ। তিনি এসে সেই হৃদয় দাসকে পুলিশের কন্ট্রোল রুমে চাকুরিতে ফিরিয়ে আনেন।

পুরো বিষয়টি এতোদিন গোপন ছিলো। গত ২৬ মার্চ একটি হিন্দি গানের সাথে কৃত্রিম পা নিয়ে হৃদয় দাসের একটি নাচের ভিডিও ফেসবুকে আপলোড হলে বিষয়টি ট্যাগ করেন মাহবুবুর রহমান টুটুলকে। পুলিশের এই কর্তা হৃদয় দাসের ভিডিওটি শেয়ার দিয়ে একটি আবেগঘন স্ট্যাটাস দেন, যা নিচে হুবহু তুলে ধরা হলো :-

নাম হৃদয় দাস। বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়। আমি যখন চাঁদপুরে পুলিশ সুপার হিসেবে কর্মরত, তখন সে রেগুলার ফোর্স হিসেবে লাইনে ডিউটি করতো। হঠাৎ একদিন এক অ্যাক্সিডেন্টে তার পা কাটা পড়ে। অল্পবয়স্ক একজন কনস্টেবলের জীবনে অন্ধকার নেমে আসে। পরিবারের একজন উপার্জনক্ষম সদস্য যখন অসুস্থ, তখন পরিবারের সবাই অত্যন্ত ভেঙে পড়ে।

একদিন রাতে তার বাসায় যাই। দেখি, নতুন চাকরিতে আসা একজন কনস্টেবল কাটা পা নিয়ে বিছানায় শুয়ে আছে।

পরবর্তীতে পুলিশের ঊর্ধ্বতন স্যারদের সাথে আলোচনা সাপেক্ষে এবং ডাক্তারদের সাথে কথা বলে ইন্ডিয়াতে চিকিৎসার ব্যবস্থা করা হয়। কৃত্রিম পা লাগিয়ে বর্তমানে সে স্বাভাবিক জীবন-যাপন করতে পারছে।

সৃষ্টিকর্তার অসীম কৃপা।

আজ ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে হঠাৎ দেখি, হোয়াটসঅ্যাপে কনস্টেবল হৃদয় দাস নাচের ভিডিওটি পাঠিয়েছে।

বর্তমান পুলিশ সুপার চাঁদপুর মিলন মাহমুদকে ধন্যবাদ জানাই, কন্ট্রোল রুমে তাকে ডিউটি দিয়ে তার পাশে থাকার জন্য।

কনস্টেবল হৃদয় দাসের এই ভালোলাগার অনুভূতি সবার হৃদয়ে অম্লান থাকুক, এই প্রত্যাশায় তার পাঠানো ভিডিওটি শেয়ার করলাম।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়