প্রকাশ : ২৬ মার্চ ২০২২, ০০:০০
ফরিদগঞ্জে ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শুক্রবার সকালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলী হরির সভাপ্রধানে ও একাডেমিক সুপারভাইজার আব্দুল্লাহ আল-মামুনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজুন্নাহার, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান, উপজেলা মৎস্য কর্মকর্তা ফারহানা আক্তার রুমা, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শহীদ উল্যাহ তপাদার, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সারওয়ার হোসেন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য মামুনুর রশিদ পাঠান, নূরনবী নোমান , আবু হেনা মোস্তফা কামাল প্রমুখ।