প্রকাশ : ২০ মার্চ ২০২২, ০০:০০
গত ১৭ মার্চ জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে রাজারগাঁও ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে রাজারগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে কেক কেটে জন্মদিন পালন করা হয়। ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ তারেক আজিজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম পাটওয়ারী বিপ্লবের পরিচালনায় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক মিলন চন্দ্র রায়, আওয়ামী লীগ নেতা মানিক চৌধুরী, শাহ জালাল সাজু, যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক কে এম ফয়েজ বাবু, যুবলীগ নেতা গিয়াস উদ্দিন মজুমদার, ছাত্রলীগের সাবেক সভাপতি শাহ নেওয়াজ মুন্সী, ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি শফিউল আলম, ছাত্রলীগ নেতা মোঃ রাসেল মোল্লা, পারভেজ, মুরাদ, শাহ পরান, সাকিব, ফরহাদ, আল-আমিনসহ ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ।