শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২০ মার্চ ২০২২, ০০:০০

আলমগীর কবির ॥

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস হাজীগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পালন করা হয়েছে।

রাজারগাঁও উচ্চ বিদ্যালয়

১৭ মার্চ হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধুর ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালনে জাতীয় পতাকা উত্তলন, কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগিতা, চিত্রাঙ্কন, আলোচনা সভা , কেক কাটা, দোয়া ও পুরস্কার বিতরণ করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহ পরানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারী সিনিয়র শিক্ষক মোঃ মাসুদ বিএসসি, মাওঃ ছিদ্দিকুর রহমান, আতিকুর রহমান, আঃ কাইয়ুম, মোঃ রফিকুল ইসলামসহ বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীবৃন্দ ও ছাত্র-ছাত্রী।

নাসিরকোট উচ্চ বিদ্যালয়

নাসিরকোট উচ্চ বিদ্যালয়ে জাতির পিতার ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস বিভিন্ন কর্মসূচিতে পালন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাইফুল আলমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ১২নং দ্বাদশগ্রাম ইউপি চেয়ারম্যান মোঃ খোরশেদ আলম বকাউল, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জসিম প্রধানীয়া, আওয়ামী লীগ নেতা মোঃ আইয়ুব আলী, সহকারী প্রধান শিক্ষক মোঃ মনির হোসেনসহ বিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মচারী ও ছাত্র-ছাত্রীবৃন্দ।

মেনাপুর পীর বাদশা মিয়া উচ্চ বিদ্যালয়

মেনাপুর পীর বাদশা মিয়া উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধুর ১০২তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস বিভিন্ন কর্মসূচিতে পালন করা হয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ শাহ আলম মিজির সভাপতিত্বে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য মোঃ সেলিম প্রধানীয়া, সহকারী প্রধান শিক্ষক মোঃ মুকবুল হোসেন, সিনিয়র সহকারী শিক্ষক খোকন চন্দ্র বণিক, মোঃ রবিউল আউয়াল, মোঃ সুমন খান সহ বিদ্যালয়ের সকল শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্য ও ছাত্র-ছাত্রীবৃন্দ।

মেনাপুর পীর বাদশা মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়

মেনাপুর পীর বাদশা মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে জাতির পিতার ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস বিভিন্ন কর্মসূচিতে পালন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানিক রঞ্জন সরকারের সভাপতিত্বে ও মোঃ তারেক হোসেনের উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি (অবঃ) সার্জেন্ট আঃ রব মিজি। আরো উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক মহিউদ্দিন, বসিরুল্লাহ প্রধান সহ বিদ্যালয়ের কর্মচারী ও ছত্রীবৃন্দ।

পশ্চিম মুকুন্দসার সরকারি প্রাথমিক বিদ্যালয়

পশ্চিম মুকুন্দসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস বিভিন্ন কর্মসূচিতে পালন করা হয়। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ শাহাদাত প্রধানীয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন সমাজ সেবক কাজী নজরুল ইসলাম, মোঃ রফিকুল ইসলাম, মো: কামরুল হাসান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাজেরা খানম, আমেনা খাতুন, রাশেদা আক্তার, খালেদা আক্তার ফৌজিয়া সহ এলকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়