প্রকাশ : ২০ মার্চ ২০২২, ০০:০০
দৈনিক চাঁদপুর সংবাদ পত্রিকার ২৭ বছরপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ মার্চ দুপুরে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।
জেলা প্রশাসক বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করলে তবেই পত্রিকার প্রতি সাধারণ জনগণ আস্থা রাখতে পারে। আস্থা অর্জন করে তা ধরে রাখা অনেক বড় বিষয়। আপনাদের একটু চিন্তা করা উচিত কতগুলো পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়, তার ওপর স্থানীয় জনগণ কতটুকু আস্থা রাখতে পারে। পাঠকের আস্থা অর্জন করতে হলে আপনাদেরকে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করতে হবে। কারণ সত্য কখনো চাপা থাকে না। কোন্টি সত্য আর কোন্টি মিথ্যা এ বিষয়ে আমার মনে হয় সাংবাদিকদের আরও সচেতন হয়ে পত্রিকাতে লেখা উচিত। আমি কিন্তু প্রতিদিন সকালবেলা স্থানীয় এবং জাতীয় পত্রিকাগুলোতে চোখ বুলাই। দুজন সাংবাদিকের লেখায় পার্থক্য থাকা উচিত। আর একটি বিষয় হলো, স্থানীয় অনেক পত্রিকার বানান এবং হেডলাইনে ভুল হয়। সেসব বিষয়ে কর্তৃপক্ষের খেয়াল রাখা উচিত। সাংবাদিকরা কিন্তু সমাজের যে কোনো কাজে মানুষের সামনে এগিয়ে আসতে পারে। অনেক ক্ষেত্রে সাংবাদিকের মাধ্যমে আমরা সমাজের সমস্যাগুলো দেখতে পাই। সাংবাদিকরা পত্রিকার মাধ্যমে তা তুলে ধরেন।
দৈনিক চাঁদপুর সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ আবদুর রহমানের সভাপ্রধানে এবং ভিভিয়ান ঘোষ ও শাখাওয়াত হোসেনের যৌথ সঞ্চালনায় প্রধান বক্তা পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ, বিপিএম (বার)-এর পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসিফ মহীউদ্দিন বক্তব্য রাখেন। প্রধান আলোচকের বক্তব্য রাখেন দৈনিক চাঁদপুর সংবাদের উপদেষ্টামণ্ডলীর সভাপতি ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রতিষ্ঠাতা, সম্পাদক ও প্রকাশক আলহাজ¦ অ্যাডঃ ইকবাল-বিন-বাশার, সাহিত্য একাডেমি-চাঁদপুরের মহাপরিচালক ও দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক রোটাঃ কাজী শাহাদাত, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি গিয়াসউদ্দিন মিলন, সাবেক সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী ও শরীফ চৌধুরী, বর্তমান সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস, চাঁদপুর খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী, প্রিয় চাঁদপুর পত্রিকার সম্পাদক বোরহান উদ্দিন ডালিম, জেলা ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কেএম মাসুদ ও জেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যাপিকা মাসুদা নূর খান।
বক্তব্য রাখেন দৈনিক চাঁদপুর সংবাদের সহ-সম্পাদক জাকির হোসেন বাদশা, কচুয়ার অফিস প্রধান সন্তোষ চন্দ্র সেন, ফরিদগঞ্জ প্রতিনিধি ইয়াছিন পাটওয়ারী প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর সংবাদ পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমানসহ পত্রিকার সকল পর্যায়ের সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন পত্রিকার যুগ্ম সম্পাদক মাওঃ সাইফুল্যাহ। অনুষ্ঠানে প্রধান অতিথিসহ অন্য অতিথিবৃন্দকে পত্রিকার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।