শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২০ মার্চ ২০২২, ০০:০০

রাজারগাঁও বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন
আলমগীর কবির ॥

হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও বাজারের ব্যবসায়ী সমিতির নির্বাচন-২০২২ গত ১৮ মার্চ রাজারগাঁও ফাযিল ডিগ্রি মাদ্রাসায় সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৪০৩ জন। তারমধ্যে ৩৮৭জন ব্যবসায়ী ভোট প্রদান করেন। ১২টি ভোট বাতিল হয়। সভাপতি পদে মোঃ অলি আহমেদ ছাতা মার্কায় ২১৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ লোকমান বেপারী চেয়ার মার্কায় ১৫৯ ভোট পান। সাধারণ সম্পাদক পদে ডাঃ মোঃ গিয়াস উদ্দিন মজুমদার প্রজাপতি মার্কায় ১৮৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ নুরুল ইসলাম মাছ মার্কায় ১৫২ ভোট পান। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সহ-সভাপতি শ্রী সুভাষ চন্দ্র পোদ্দার, সহ-সাধারণ সম্পাদক পদে মোঃ শহীদ উল্যাহ মোল্লা, সাংগঠনিক সম্পাদক পদে মোঃ জাকির হোসেন, কোষাধ্যক্ষ পদে মোঃ হযরত আলী (রিয়াদ), ক্রীড়া সম্পাদক পদে মোঃ মহসিন, প্রচার সম্পাদক পদে মিজানুর রহমান মোল্লা, দপ্তর সম্পাদক পদে সুজন চন্দ্র দেবনাথ, ১নং সদস্য পদে মোঃ রফিকুল ইসলাম, ৩নং সদস্য পদে মোঃ আবু সাইদ প্রধানীয়া, ৪নং সদস্য পদে মোঃ সেলিম ও ৫নং সদস্য পদে মোশাররফ। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন রাজারগাঁও ফাযিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ আনিছুর রহমান, সহকারী কমিশনার মোঃ খায়রুজ্জামান, আঃ রাজ্জাক স্বপন ও মোস্তাক উল্যাহ। প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন রাজারগাঁও ফাযিল ডিগ্রি মাদ্রাসার প্রভাষক আবু সুফিয়ান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়