প্রকাশ : ১৮ মার্চ ২০২২, ০০:০০
১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস চাঁদপুরের সর্বত্র যথাযোগ্য মর্যাদায় উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ, শহরে বর্ণাঢ্য র্যালি এবং চাঁদপুর স্টেডিয়ামে ‘মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলা-২০২২’ অনুষ্ঠিত হয়। এছাড়া দোয়া ও আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
সকাল ৭টায় জেলা প্রশাসক ও পুলিশ প্রশাসন, বিভিন্ন সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, আওয়ামী লীগসহ অন্যান্য রাজনৈতিক দল ও অঙ্গ-সহযোগী সংগঠনের পক্ষ থেকে চাঁদপুর সরকারি কলেজে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়।
বেলা ১১টার সময় চাঁদপুর স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বিকেল ৩টা ৩০ মিনিটে চাঁদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা, দোয়া, কেক কাটা অনুষ্ঠান হয়।
মসজিদে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত এবং মন্দিরে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জেলাব্যাপী আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল এবং ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এছাড়াও চাঁদপুর জেলার প্রতিটি উপজেলা সদরে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি পালিত হয়েছে দিনব্যাপি নানা কর্মসূচির মধ্য দিয়ে।