শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৮ মার্চ ২০২২, ০০:০০

শাহতলী জিলানী চিশতী কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানকে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদ্যাপিত
অনলাইন ডেস্ক

চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলী জিলানী চিশতী কলেজ, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যৌথ আয়োজনে ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২২ উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

১৭ মার্চ বৃহস্পতিবার সকাল ১০টায় কলেজ মিলনায়তনে কলেজ অধ্যক্ষ মোঃ হারুন-অর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজ গভর্নিংবডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আজকে জাতির জনকের জন্মবার্ষিকী জাতীয় শিশু দিবস। আজকের এ দিনটি আমাদের গর্বের একটি দিন, অত্যন্ত খুশির দিন। যদি বঙ্গবন্ধুর জন্ম না হতো, তাহলে বাংলাদেশের জন্ম হতো না। বঙ্গবন্ধু মানে বাংলাদেশ, বঙ্গবন্ধু মানে ইতিহাস। বঙ্গবন্ধুর সফল নেতৃত্বের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাত ধরে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ বাস্তবায়ন হচ্ছে। আজকের দিনটি জাতীয় শিশু দিবস। এ দিবসে শিশুদের অধিকার আদায়ে আমাদের সচেষ্ট থাকতে হবে। আমি বঙ্গবন্ধু ও লাখো শহীদের রুহের মাগফেরাত কামনা করছি।

২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কলেজ গভর্নিংবডির সদস্য আবুল কালাম আজাদের পরিচালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ মাসুদুর রহমান নান্টু পাটওয়ারী।

অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। একাদশ শ্রেণি বিজ্ঞান বিভাগের ২জন শিক্ষার্থীকে বিনামূল্যে পাঠ্যবই দেয়া হয়। এছাড়াও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠান শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করে দোয়ার আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা রফিকুল ইসলাম পাটওয়ারী।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়