প্রকাশ : ১৮ মার্চ ২০২২, ০০:০০
মৌসুমী, বয়স ২৫ বছর, সে গত ১৩ মার্চ রোজ রোববার রাত সাড়ে ৮টায় চাঁদপুর শহরের বড়স্টেশন রোডের রেলওয়ে কবরস্থান এলাকার বাসা থেকে কাউকে কিছু না জানিয়ে নিখোঁজ হয়ে যায়। সম্ভাব্য সকল স্থানে খোঁজ করে তাকে কোথাও পাওয়া যাচ্ছে না। তার গায়ের রং ফর্সা, মুখম-ল গোলাকার, উচ্চতা ৫ফুট ৩ ইঞ্চি প্রায়। নিখোঁজ হওয়ার সময় পরনে হলুদ রঙের থ্রিপিচ ও কালো বোরকা ছিলো। এ বিষয়ে চাঁদপুর মডেল থানায় ১টি সাধারণ ডায়েরি করা হয়েছে। যার নং ১০৫৬ তাং ১৭/০৩/২০২২। যদি কোনো সহৃদয়বান নিখোঁজ মৌসুমীর সন্ধান পেয়ে থাকেন নি¤œ ঠিকানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা গেলো।
যোগাযোগ : ০১৬৩৮৫০৯৮৯৬
সন্ধান প্রার্থী
মোঃ রমজান খান
পিতাঃ মোঃ ফজল খান
রেলওয়ে কবরস্থান রোড, চাঁদপুর
জিডি-২০০/১২