প্রকাশ : ১৬ মার্চ ২০২২, ০০:০০
চাঁদপুরে নতুন করে ২ জনের করোনা শনাক্ত হয়েছে। গতকাল ১৫ মার্চ মঙ্গলবার ৫৬ জনের করোনার স্যাম্পল পরীক্ষা করা হয়। তার মধ্যে ২ জনের করোনা শনাক্ত হয়। শনাক্ত হওয়া ২ জনের মধ্যে চাঁদপুর সদর উপজেলায় ১ জন ও ফরিদগঞ্জ উপজেলায় ১ জন। চাঁদপুর সিভিল সার্জন অফিস থেকে এসব তথ্য জানা গেছে।
সূত্র থেকে আরো জানা যায়, গতকাল শনাক্ত হওয়া ২ জনসহ জেলায় এ পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৩শ’ ১৪ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৬ হাজার ২শ’ ৯৩ জন।
চাঁদপুরে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা ২শ’ ৪৬ জন। সুস্থ এবং মৃত্যুর সংখ্যা বাদ দিয়ে বাদবাকি ৭শ’ ৭৫ জন বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় আছেন। এছাড়া গতকাল সুস্থ হন ২৫ জন। মোট আক্রান্তের মধ্যে উপজেলাভিত্তিক সংখ্যা হচ্ছে চাঁদপুর সদরে ৭৫২৪ জন, হাইমচরে ৯০৩ জন, মতলব উত্তরে ৯৬১ জন, মতলব দক্ষিণে ১৩৯৫ জন, ফরিদগঞ্জে ২০০৮ জন, হাজীগঞ্জে ১৭৩৩ জন, কচুয়ায় ৯৪০ জন ও শাহরাস্তিতে ১৮৫০ জন। ¬
গত কয়েকদিন ধরেই চাঁদপুরে করোনা আক্রান্তের সংখ্যা নি¤œমুখী রয়েছে।