শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৬ মার্চ ২০২২, ০০:০০

দালালের খপ্পরে না পড়তে উপজেলা নির্বাচন কর্মকর্তার আহ্বান
পাপ্পু মাহমুদ ॥

দালাল চক্রের খপ্পরে না পড়তে সেবা গ্রহীতাদের প্রতি আহ্বান জানিয়েছেন হাজীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা ওবায়েদুর রহমান। সম্প্রতি হাজীগঞ্জ উপজেলায় নতুন ভোটার, সংশোধনী ও স্থানান্তর হওয়ার সংখ্যা ব্যাপক হারে বেড়েছে। প্রতিদিনই প্রচুর মানুষ সেবা নিতে ভিড় করেন উপজেলা নির্বাচন অফিসে। আর সে সুযোগকে কাজে লাগিয়ে দালাল চক্র সেবা গ্রহীতাদের নিকট থেকে অর্থ হাতিয়ে নেয়ার চেষ্টা করে বলে জানা যায়।

খোঁজ নিয়ে জানা যায়, উপজেলা নির্বাচন অফিসের আশেপাশে ও কয়েকটি কম্পিউটারের দোকানে দালাল চক্রের সদস্যরা ঘাপটি মেরে বসে থাকে। প্রতিদিন নতুন ভোটার হওয়ার জন্য প্রচুর লোক নির্বাচন অফিসে আসে। সুযোগ বুঝে নির্বাচন অফিসে আসা সেবা গ্রহীতাদের পটিয়ে অর্থ হাতিয়ে নেন বলে জানা যায়।

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, চলতি বছর ৮শ’ জন নতুন ভোটার হয়েছেন এবং স্থানান্তর হয়েছেন ২৪৭ জন। নতুন ভোটার হওয়ার সংখ্যা বেশি হওয়ায় সেবা পেতে কিছুটা সময় লাগে। তবে সুশৃঙ্খলভাবে সেবা প্রদান করা হয়।

উপজেলা নির্বাচন কর্মকর্তা ওবায়েদুর রহমান জানান, ভোটার হালনাগাদ না হওয়া পর্যন্ত ভিড় কমবে না। আমাদেরও সেবা দিতে কিছুটা বেগ পেতে হয়। তবে আমরা সুশৃঙ্খলভাবে সেবা দিয়ে যাচ্ছি। কয়েকজন দালালের কথা আমরা জানতে পেরেছি। সেবা গ্রহীতারা তাদের খপ্পরে যেনো না পড়ে। সরাসরি অফিসে আসলে আমরা কাজ করে দিচ্ছি। কোনো সেবা গ্রহীতা যেন টাকা-পয়সা কাউকে না দেয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়