শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৬ মার্চ ২০২২, ০০:০০

বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশনের কমিটিতে চাঁদপুরের ৩ জন
স্টাফ রিপোটার ॥

বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন ২০২২-২৩ নির্বাচনে ১৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। গত ১২ মার্চ ঢাকার মালিবাগে অবস্থিত মিডনাইট সান চাইনিজ হোটেলে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে সারাদেশের কর্মচারীদের নিয়ে এ কমিটি গঠিত হয়।

কমিটিতে চাঁদপুর জেলা থেকে ৩ জন বিভিন্ন পদে স্থান পাওয়ায় ১৩ মার্চ চাঁদপুরের কর্মস্থলে প্রত্যেক সহকর্মীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

উল্লেখ্যে, কেন্দ্রীয় কমিটিতে চাঁদপুরের আবদুল কাদির ঢালী সহ-সভাপতি, মোঃ নূরে আলম সিদ্দিকী লিটন কার্যনির্বাহী কমিটির সম্মানিত সদস্য এবং মোঃ সাইফুল ইসলাম সহ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে মনোনীত হন।

কমিটিতে স্থান পাওয়ায় কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সম্মানিত সভাপতি মোঃ রেজোয়ান খন্দকার ও সাধারণ সম্পাদক মোঃ নাজিমউদ্দীন, সাংগঠনিক সম্পাদক তারিক আহাম্মেদ রিংকুসহ সকলকে ধন্যবাদ ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

কমিটিতে স্থান পাওয়া চাঁদপুরের নেতৃবৃন্দ বলেন, ইনশাআল্লাহ, আমরা সকলে সমগ্র বাংলাদেশের প্রিয় সহকর্মীদের কল্যাণে আমাদের ওপর অর্পিত দায়িত্ব পালনে সচেষ্ট থাকবো। দায়িত্ব পালনে সকলের নিকট দোয়া চাই।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়