প্রকাশ : ১৫ মার্চ ২০২২, ০০:০০
‘গুজব হুজুগ সন্ত্রাস নয়, উন্নয়ন হোক দেশময়’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে কচুয়ায় হেযবুত তওহীদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার ১৪ মার্চ সকাল ১১টায় পৌরসভাধীন রেদওয়ান চাইনিজ এন্ড রেস্টুরেন্টে ‘গুজব, হুজুগ ও ধর্মান্ধতার বিরুদ্ধে জাগরণ সৃষ্টিতে আমাদের করণীয়’ শীর্ষক এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
হেযবুত তওহীদ আন্দোলনের চাঁদপুর জেলার সভাপতি মোঃ মঈন উদ্দিনের সভাপতিত্বে ও কেন্দ্রীয় সাংস্কৃতিক বিষয়ক উপ-কমিটির সদস্য তোফায়েল হোসেন মোহনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান শিশির। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ আব্দুর জব্বার বাহার, কচুয়া প্রেসক্লাবের সভাপতি মানিক ভৌমিক, সাবেক সভাপতি আলমগীর তালুকদার, কেন্দ্রীয় গণমাধ্যম উপকমিটির সদস্য সাংবাদিক মফিজুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন ও সাবেক সাধারণ সম্পাদক জিসান আহমেদ নান্নু। মুখ্য আলোচক হিসাবে বক্তব্য রাখেন দৈনিক বজ্রশক্তি পত্রিকার সহকারী সাহিত্য সম্পাদক রাকিব আল হাসান।