প্রকাশ : ০৩ জুলাই ২০২১, ০০:০০
চাঁদপুরে করোনায় আক্রান্ত রোগীদের একমাত্র চিকিৎসা কেন্দ্র আড়াই’ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ড বর্তমানে করোনা রোগীতে ঠাঁসা বলা যায়। এ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি এমন ১৪ জনের মধ্যে ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে গতকাল। একদিনে হাসপাতালে ভর্তি রোগী এতোজন পজিটিভ হওয়ায় চিকিৎসকসহ সংশ্লিষ্টরা কিছুটা দুশ্চিন্তায় পড়েছেন। তাও আবার আইসোলেশন ওয়ার্ডে ডিউটি করা একজন চিকিৎসক আক্রান্ত হওয়ায় এই ওয়ার্ডে ডিউটি করা অন্যরাও একটু ভিত ও চিন্তিত হয়ে পড়েছেন।
আড়াইশ’ শয্যা বিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালের আরএমও ও করোনা বিষয়ক ফোকালপার্সন ডাঃ সুজাউদ্দৌলা রুবেল জানান, গতকাল শুক্রবার এই হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি থাকা ১৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। ১৪ জনের মধ্যে ১৩ জনের পজিটিভ রিপোর্ট আসে। এর মধ্যে আইসোলেশন ওয়ার্ডে ১৪ দিন ডিউটি শেষ করে গতকাল নমুনা দিয়েছেন একজন চিকিৎসকও রয়েছেন।
গতকাল রাতে চাঁদপুর সিভিল সার্জন থেকে প্রাপ্ত রিপোর্ট থেকে জানা যায়, ভাষাবীর এমএ ওয়াদুদ আরটিপিসিআর ল্যাবে গতকাল একদিনে ১২৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৫৩ জনের পজিটিভ রিপোর্ট আসে। আক্রান্তের হার হচ্ছে ৪২%। এই ৫৩ জনের মধ্যে ১৭ জন রয়েছেন পুলিশ সদস্য। নতুন আক্রান্ত ৫৩ জনের উপজেলাভিত্তিক সংখ্যা হচ্ছে- চাঁদপুর সদর ৪০জন, ফরিদগঞ্জে ৭, মতলব উত্তরে ৪, হাজীগঞ্জে ১ ও শরীয়তপুর জেলার সদর উপজেলায় ১ জন। এই ৫৩ জনসহ জেলায় এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৫৫৬৮ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৪৮৭৭জন। মারা গেছেন ১২৭জন। বর্তমানে চিকিৎসাধীন আছেন ৫৬৪ জন।