মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২১, ০০:০০

মুহূর্তেই লণ্ডভণ্ড ইসমাইলের সংসার

মুহূর্তেই লণ্ডভণ্ড ইসমাইলের সংসার
মোঃ মঈনুল ইসলাম কাজল ॥

শাহরাস্তি উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের আহম্মদনগর গ্রামের ছোট পোদ্দার বাড়ির ইসমাইল হোসেন। স্ত্রী, এক ছেলে ও এক মেয়েকে নিয়ে ছিলো তার সুখের সংসার। সংসার ও সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে পাড়ি জমান সৌদি আরবে। প্রতি মাসে এমনকি জরুরি প্রয়োজনে অর্থ ও যোগাযোগের মাধ্যমে আগলে রেখেছিলেন তার প্রাণের সংসার। কখনোই কষ্ট অনুভব করতে দেননি তার স্ত্রী ও সন্তানদের। তার স্ত্রী তাহসিনা সুলতানা রুমি, মেয়ে নওরোজ আফরিন প্রিয়া ও ছেলে আল দিয়া পরশ। সংসারের সদস্যদের প্রতি ভালোবাসার টানে ১৭ বছর পূর্বে তিনি তার পরিবারের সদস্যদের সৌদি আরবে নিয়ে যান। শিশু প্রিয়াকে কোলে নিয়ে রুমি পাড়ি দেন প্রবাসে, সেখানেই জন্ম হয় পরশের। ইসমাইল হোসেন তখন আদর করে তার সন্তানের নাম রাখেন আল দিয়া। সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে তাদেরকে বাড়িতে নিয়ে আসেন ইসমাইল হোসেন। সময়ের ব্যবধানে পরশ এখন অনেক বড় হয়েছে। আহম্মদনগর আলিম মাদ্রাসা থেকে সে এবার দাখিল পরীক্ষার্থী। আর প্রিয়া একই মাদ্রাসা থেকে ছিলো আলিম পরীক্ষার্থী।

২০১৮ সালের ২১ অক্টোবর কুমিল্লা শহরের বাগিচাগাঁও এলাকায় হৃদয়ের সাথে পারিবারিকভাবেই প্রিয়ার বিয়ে হয়। ২০২০ সালের ৩১ জানুয়ারি প্রিয়ার কোল আলো করে জন্ম হয় আনহার। বিয়ের পর প্রিয়া শ্বশুর বাড়ি কুমিল্লায় বসবাস করলেও সন্তান সম্ভবা হওয়ার পর প্রিয়া শাহরাস্তির বাবার বাড়িতেই বেশি থাকতেন। শিশু আনহার জন্ম হয় শাহরাস্তিতে। সন্তান হওয়ার পর প্রিয়া বাবার বাড়িতেই বেশি থাকতেন। ইসমাইল হোসেন দীর্ঘ প্রায় ১২ বছর দেশে আসেননি। স্ত্রীর প্রতি অভিমান করেই তিনি পরিবার থেকে দূরে থাকছেন। কিন্তু ছেলে-মেয়েদের ভালোবাসার টানে প্রতিটি মুহূর্তেই যোগাযোগ রেখেছেন। বুকে পাথর চেপে নিজের সংসারকে সুখে রাখতে প্রবাসে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন ইসমাইল। হঠাৎ করেই ইসমাইলের ছোট্ট সুখের সংসার তছনছ হয়ে গেল। একটি ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেল তার সুখের স্বপ্ন। তার পরিবারের সদস্যরা এখন এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে। ১৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় তার আদরের মেয়ে প্রিয়া খুন হওয়ার পর তার সুখের সংসারে চিড় ধরা শুরু হয়। প্রবাসে থেকে তার সাজানো-গোছানো সুখের সংসার তিলে তিলে ধ্বংস হতে দেখা ছাড়া আর কোনো উপায় নেই ইসমাইলের। ১৬ সেপ্টেম্বর আদরের মেয়ে প্রিয়া খুন হওয়ার পর ২৩ সেপ্টেম্বর তার স্ত্রীর আদালতে স্বীকারোক্তি। দেশবাসীকে অবাক করলেও ইসমাইলকে করেছে বাকরুদ্ধ। প্রবাসে বসে দিশেহারা ইসলাইল এখন একমাত্র ছেলে ও নাতিনের ভবিষ্যৎ নিয়ে ব্যকুল। প্রবাসে থাকা পিতা, জেলে থাকা মা, আর চোখের সামনে কবরে শুয়ে থাকা বোনকে ফেলে ভাগ্নি আনহারকে বুকে জড়িয়ে কষ্ট ভুলে থাকতে চেষ্টা চালিয়ে যাচ্ছে দিয়া হোসেন পরশ। আহম্মদনগরের ছোট পোদ্দার বাড়িটিতে এখন শুধুই সুনসান নীরবতা।

২৫ সেপ্টেম্বর দুপুরে বাড়িতে গিয়ে কথা হয় পরশের সাথে। সে জানায়, তার বোন প্রিয়া হত্যার জন্য হান্নান দায়ী। তবে মায়ের সম্পৃক্ততার বিষয়টি মেনে নিতে পারছে না পরশ। সবসময়ই বাবা খোঁজ-খবর রাখছেন। একা এই বাড়িতে থাকা সম্ভব হবে না। তাই কুমিল্লায় ভগ্নিপতির কাছেই চলে যাবে সে। প্রিয়ার স্বামী হৃদয় ও তার মা এখনো শাহরাস্তিতে রয়েছেন। ঘটনার পর থেকে পরিস্থিতি মোকাবেলা করে চলছেন তারা। আইন-শৃঙ্খলা বাহিনীর পরামর্শে তারা এখনো শাহরাস্তিতে রয়েছেন। হৃদয় জানান, এ ঘটনায় যেই জড়িত থাকুক না কেনো তার উপযুক্ত শাস্তি হতেই হবে। সে জানায়, আনহারকে তার মায়ের আদর ভুলিয়ে রাখতে চেষ্টা করা হচ্ছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা খিলাবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ আসাদুল ইসলাম জানান, মামলার রহস্য উন্মোচন হওয়ায় ভালো লাগছে। ২৬ সেপ্টেম্বর রোববার আসামী হান্নানকে রিমান্ডে আনতে আদালতে আবেদন করা হবে। তারপর বিস্তারিত জানা যাবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়