শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ০১ অক্টোবর ২০২৪, ০০:০০

ফরিদগঞ্জে সেনাবাহিনীর পক্ষ থেকে শস্য বীজ ও ঢেউটিন বিতরণ

প্রবীর চক্রবর্তী ॥
ফরিদগঞ্জে সেনাবাহিনীর পক্ষ থেকে শস্য বীজ ও ঢেউটিন বিতরণ

বন্যা পরবর্তী পুনর্বাসন কর্মসূচির অংশ হিসেবে ফরিদগঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে বন্যা দুর্গত অসহায় পরিবারের মাঝে ঢেউটিন, কৃষকদের মাঝে রবি শস্য বীজ ও প্রতিটি পরিবারকে নগদ অর্থ প্রদান করা হয়েছে। চাঁদপুর আর্মি ক্যাম্পের উদ্যোগে ৩০ সেপ্টেম্বর সোমবার বিকেলে ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসার মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত অধিনায়ক, ২১ বীর মেজর মোঃ মোয়াজ্জেম হোসেন। আরো উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কল্লোল কিশোর সরকার, মজিদিয়া আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ এইচএম আনোয়ার মোল্লা, সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ জিয়াউল হক, ফরিদগঞ্জ থানায় কর্মরত উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মাহবুব আলম প্রমুখ।

উল্লেখ্য, সম্প্রতি ফরিদগঞ্জে অতিরিক্ত বৃষ্টির কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে বিভিন্ন এলাকায় জানমালের বেশ ক্ষয়ক্ষতি পরিলক্ষিত হয়। গত ২৪ আগস্ট থেকে চাঁদপুর আর্মি ক্যাম্প ফরিদগঞ্জ উপজেলায় বিপুল পরিমাণে ত্রাণ বিতরণ অভিযান পরিচালনা করে আসছে। চাঁদপুর আর্মি ক্যাম্প কর্তৃক বন্যা দুর্গতদের মাঝে এই গৃহ নির্মাণ সামগ্রী, রবি শস্য বীজ ও নগদ অর্থ বিতরণ কার্যক্রম অন্যান্য উপজেলাতেও চলমান থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর এই কর্মকর্তা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়