শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

ইসলামী শ্রমিক আন্দোলন চাঁদপুর জেলা শাখার যৌথ তারবিয়াত

শ্রমিকের ঘামঝরা অর্থেই দেশ পুনরায় সমৃদ্ধ হবে

---শেখ মুহাম্মদ জয়নাল আবেদীন

অনলাইন ডেস্ক
শ্রমিকের ঘামঝরা অর্থেই দেশ পুনরায় সমৃদ্ধ হবে

ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার উদ্যোগে যৌথ তারবিয়াতে ইসলামী আন্দোলনের জেলা সভাপতি শেখ মোঃ জয়নাল আবেদীন বলেছেন, দেশ আজ অর্থনৈতিকভাবে বড়ো ধরনের সংকট অতিক্রম করছে। দুর্নীতিবাজ স্বৈরশাসক দেশের খেটে খাওয়া মানুষের ট্যাক্স ভ্যাটের টাকায় জমাকৃত রাষ্ট্রীয় কোষাগার থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট এবং পাচার করে দেশকে আজ তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে। ব্যাংকে আমানতকারীরা চেক পাঠালে তা ডিজঅনার হচ্ছে। দেশের জনগোষ্ঠীর মধ্যে প্রায় শতকরা আশি ভাগ শ্রমিক।

বিগত দিনে শ্রমিকদের সর্বক্ষেত্রে অবমূল্যায়ন ও বঞ্চিত করা হয়েছে । শ্রমিকদের স্বাভাবিক জীবনযাপন করার মতো কোনো ব্যবস্থা করা এবং তাদের ন্যায্য বেতন কাঠামো নির্ধারণ হয়নি। দেশের সমৃদ্ধি উন্নয়ন উৎপাদন প্রবৃদ্ধি যাই কিছু বলেন শ্রমিকের হাত ছাড়া সম্ভব নয়। তাই আমি মনে করি আগামী দিনেও শ্রমিকের ঘামঝরা অর্থেই দেশ পুনরায় সমৃদ্ধ হবে। তাই শ্রমিকদের মূল্যায়ন করতে হবে।

ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি মোঃ আবুল বাশার তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত যৌথ তারবিয়াতে শ্রমিকদের আওতাধীন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিশেষ করে হোটেল শ্রমিক, নির্মাণ শ্রমিক, পরিবহন শ্রমিকসহ বহু শ্রমিক নেতা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়