প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
হাজীগঞ্জে সহস্রাধিক প্রাথমিক শিক্ষকের মানববন্ধন
১০ম গ্রেডে চাকুরি উন্নীতকরণের এক দাবিতে হাজীগঞ্জ উপজেলায় কর্মরত সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ মানববন্ধন করেছেন। শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে হাজীগঞ্জ বাজারে চাঁদপুর- কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের উত্তর পাশে উপজেলার ১৫৭ টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণসহ সহকারী শিক্ষকগণ এ মানববন্ধনে অংশ নেন।
চাকুরি ১০ম গ্রেডে উন্নীতকরণের দাবিতে অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নেন ও বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি উপজেলা শাখার সভপতি আবু বকর তফদার, সাধারণ সম্পাদক খাইরুল বাসার জুয়েল সহ সভাপতি সরোয়ার আলম। আরো বক্তব্য রাখেন কামাল হোসেন চৌধুরী, আবু বকর তফদার, তুহিন হায়দার, মো. এমরান হোসেন সুমন, অলোক দত্ত, রওশন আক্তার, মো. মাসুদ হোসেন, আহসান হাবীব মজুমদার, তাজুল ইসলাম, মঞ্জিল হোসেন, দোলন চাঁপা লোধ ও কামরুন্নাহার মজুমদার। মানববন্ধনে সহস্রাধিক শিক্ষক অংশ নেন।