শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

কবিরাজ সুখরঞ্জন ব্রহ্মচারীর চতুর্থ প্রয়াণ দিবস উদযাপন

বিমল চৌধুরী ॥
কবিরাজ সুখরঞ্জন ব্রহ্মচারীর চতুর্থ প্রয়াণ দিবস উদযাপন

ভক্ত, অনুরাগী ও গুরুভ্রাতাদের ব্যাপক উপস্থিতিতে চাঁদপুর অযাচক আশ্রমের সাবেক অধ্যক্ষ কবিরাজ সুখরঞ্জন ব্রহ্মচারীর চতুর্থ প্রয়াণ দিবস উদযাপন হয়েছে অযাচক আশ্রম প্রাঙ্গণে। প্রয়াণ দিবস উপলক্ষে অখণ্ডমণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের পুণ্য জন্মস্থান চাঁদপুর অযাচক আশ্রমে শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ প্রবর্তিত পবিত্র অখণ্ড বিধিমতে নিয়মিত সাপ্তাহিক সমবেত উপাসনার পাশাপাশি বিশেষ প্রার্থনা সভা ও মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। চাঁদপুর অযাচক আশ্রম বোর্ড অব ট্রাস্ট ও বাংলাদেশ সম্মিলিত অখণ্ড সংগঠন আয়োজিত প্রয়াণ দিবসে চাঁদপুর অখণ্ড মণ্ডলীর ভক্তবৃন্দ ছাড়াও দেশের বিভিন্ন স্থানের অখণ্ড মণ্ডলীর গুরুভ্রাতা, ভগ্নিদের উপস্থিতি ছিল লক্ষণীয়। আগত ভক্তবৃন্দ একে অপরের নিকট প্রয়াত সুরঞ্জন ব্রহ্মচারীর দায়িত্বকালীন কাজের কথা বলতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন। তারা বলেন, অযাচক আশ্রমের ব্যাপক উন্নয়নে সুখরঞ্জন ব্রহ্মচারীর অনবদ্য অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি শত প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে আশ্রমের উন্নয়নে অনেক কষ্ট করেছেন। আশ্রমের বেহাত হয়ে যাওয়া স্থান উদ্ধার থেকে শুরু করে আশ্রমের উন্নয়নে কাজ করে গেছেন। আজ অযাচক আশ্রমে নির্মাণাধীন বিশ্বনন্দিত ধ্যান মন্দিরের নির্মাণ কাজ শেষ পর্যায়ে রয়েছে। তিনি যদি তা দেখে যেতে পারতেন তাহলে গুরুভ্রাতাণ্ড ভগ্নিগণ অনেক অনেক প্রীত হতেন বলে তারা অভিমত প্রকাশ করেন। ভক্তদের হরিওঁ কীর্তনে আশ্রমস্থল মুখরিত হয়ে উঠে। আগত সকলের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, সহ-সভাপতি পরেশ চন্দ্র মালাকার, চাঁদপুর হরিবোলা সমিতির সভাপতি অজয় কুমার ভৌমিক, বাংলাদেশ সম্মিলিত অখণ্ড সংগঠনের সহ-সভাপতি তাপস কুমার সরকার, চাঁদপুর অযাচক আশ্রম বোর্ড অব ট্রাস্টের কার্যকরী সদস্য দুলাল দাস, মৃনাল কান্তি দাস, অধ্যাপক রাধেশ্যাম কুরী, গৌতম সাহা, অঞ্জন দাস, মানিক রায়, প্রদীপ সাহা, প্রণব সাহা, ডাঃ সঞ্জয় দাস, গৌতম ঘোষ, মৃদুল কান্তি দাস, সুকুমার রায়, সঞ্জয় সাহা, উৎফল দাস প্রমুখ। হরিওঁ কীর্ত্তন পরিবেশন করেন অর্জুন সরকার, সাগর সূত্রধর, প্রিয় ত্রিপুরাসহ ভক্তবৃন্দ ।

উল্লেখ্য, ২০২০ সালের ২৭ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৫টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাকালীন কবিরাজ সুরঞ্জন ব্রহ্মচারী মৃত্যুবরণ করেন। পরদিন ২৮ সেপ্টেম্বর গুরুভ্রাতাদের ইচ্ছানুযায়ী চাঁদপুর অযাচক আশ্রমে তাকে সমাহিত করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়