প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
পৌরসভা পরিচালনায় কমিটি গঠন
গত ২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার সরকার চাঁদপুরসহ দেশের ৩২৩টি পৌরসভার সকল কাউন্সিলরকে অপসারণের প্রজ্ঞাপন জারি করে পৌরসভার কার্যক্রম পরিচালনার জন্যে কমিটি গঠনের অফিস আদেশও জারি করে। সাত সদস্যের এ কমিটিতে পূর্বে নিয়োগকৃত প্রশাসক সভাপতি হিসেবে থাকবেন। আর অন্য সদস্যরা হচ্ছেন : উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপজেলা প্রকৌশলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও উপজেলা প্রাথমিক কর্মকর্তা। এ সকল সদস্য কাউন্সিলরগণের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্বপালন করবেন। তাদের সম্মানি ভাতা পৌরসভার আয় অনুযায়ী নির্ধারিত হবে, তবে সেটা হবে অনধিক তিন হাজার টাকা। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালযের উপ-সচিব মো. মাহবুব আলম উপরোল্লিখিত অফিস আদেশে স্বাক্ষর করেন, যাতে কমিটির সদস্যবৃন্দকে প্রশাসকের কর্ম সম্পাদনে সহায়তা প্রদানের কথা বলা হয়েছে।