শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

জেলা পরিষদ পরিচালনায় কমিটি গঠন

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥
জেলা পরিষদ পরিচালনায় কমিটি গঠন

দেশের পৌরসভা সমূহের সকল কাউন্সিলর অপসারণের সাথে সাথে সকল জেলা পরিষদের সদস্যদেরও অপসারণ করে সরকার জেলা পরিষদ পরিচালনায় কমিটি গঠন করেছে। যে কমিটিতে ইতোমধ্যে নিয়োজিত প্রশাসক সভাপতি ও সংশ্লিষ্ট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সদস্য সচিব থাকবেন। জেলা পরিষদ প্রশাসকের কর্ম সম্পাদনে সহায়তার জন্যে এই কমিটিতে সদস্য হিসেবে থাকবেন--জেলা পর্যায়ে কর্মরত স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী, সমাজসেবার উপ-পরিচালক, জেলা শিক্ষা অফিসার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা, সংশ্লিষ্ট জেলার সকল উপজেলা নির্বাহী অফিসার ও সংশ্লিষ্ট জেলা পরিষদের সহকারী প্রকৌশলী। এ সকল সদস্য অপসারিত জেলা পরিষদ সদস্যদের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন।

২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ, জেলা পরিষদ শাখার প্রজ্ঞাপন (নং ৪৬.০৪২.০৩৩.০৩.০০.১৪৭.২০১১.১৪৪৫)-এ জেলা পরিষদ সংক্রান্ত কমিটি গঠনের কথা জানানো হয়েছে। এতে রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাক্ষর করেন উপসচিব মোঃ হাবিবুর রহমান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়