শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

চাঁদপুরে শহর খেলাফত মজলিসের সমাবেশ ও বিক্ষোভ মিছিল

চৌধুরী ইয়াসিন ইকরাম ॥
চাঁদপুরে শহর খেলাফত মজলিসের সমাবেশ ও বিক্ষোভ মিছিল

মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)কে অবমাননা এবং লেবাননে ইসরায়েলি হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে চাঁদপুর শহর খেলাফত মজলিসের আয়োজনে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ২৭ সেপ্টেম্বর শুক্রবার বাদ জুমা শহরের আল্লাহু চত্বরে আয়োজিত সমাবেশে ভারতের ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ড এবং ইসরায়েলের আগ্রাসী নীতির তীব্র নিন্দা জানান বক্তাগণ।

সমাবেশে খেলাফত মজলিস চাঁদপুর শহর শাখার সভাপতি মাওঃ সুলতান আহমদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিসের জেলা সভাপতি তোফায়েল আহমদ। তিনি তার বক্তব্যে বলেন, মহানবী (সাঃ)-এর অবমাননা বিশ্বের দেড়শ’ কোটি মুসলমানের হৃদয়ে আঘাত করেছে এবং আমরা এ ন্যাক্কারজনক ঘটনার কঠোর প্রতিবাদ জানাচ্ছি। তিনি আরও বলেন, ইসরায়েলের বর্বর হামলা লেবাননের মানুষের মানবাধিকার লঙ্ঘন করছে। আমরা অবিলম্বে এ ধরনের আগ্রাসী কর্মকাণ্ড বন্ধের দাবি জানাচ্ছি।

খেলাফত মজলিস চাঁদপুর শহর শাখার সেক্রেটারী মাওঃ রফিকুল ইসলামের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মাওঃ আবুল কালাম আজাদ, জয়েন্ট সেক্রেটারি ফারুক মুহাম্মদ নোয়াইম, মনির হোসাইন, ইসলামী ছাত্র মজলিসের জেলা সভাপতি সাইফুদ্দিন আহমদ, আবু শাফায়াত প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, মহানবী (সাঃ)-এর মর্যাদা সমগ্র বিশ্বের মুসলমানদের কাছে শ্রদ্ধার বিষয়। ভারতের মহারাষ্ট্রে হিন্দু পুরোহিত রামগিরি মহারাজের মহানবী (সাঃ)কে নিয়ে কটূক্তি ও বিজেপির সাংসদ নিতেশ রানার সমর্থনে বক্তারা প্রতিবাদ জানান। তারা বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার এ ঘটনা কোনোভাবেই মেনে নেয়া যায় না। এই ন্যাক্কারজনক কাজ বিশ্বজুড়ে মুসলিমদের মাঝে ক্ষোভের সৃষ্টি করেছে। তারা ভারত সরকারকে এ ধরনের কর্মকাণ্ডের জন্যে দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়ার আহ্বান জানান।

লেবাননে ইসরায়েলের সামরিক হামলার বিষয়ে বক্তারা বলেন, ইসরায়েলের এ আক্রমণ শুধুমাত্র লেবাননের স্বাধীনতাকে লঙ্ঘন করে না, এটি আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের চরম লঙ্ঘন। আমরা এ আগ্রাসনের বিরুদ্ধে বিশ্ব সম্প্রদায়কে দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান জানাই।

সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন এবং তারা হাতে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠার দাবিতে স্লোগান দেন।

বিক্ষোভ মিছিল শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া করা হয়। নেতৃবৃন্দ মুসলিম উম্মাহকে সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়