শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

বিষ্ণুপুরে মুক্তিযোদ্ধা ও ব্যাংকারের মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥
বিষ্ণুপুরে মুক্তিযোদ্ধা ও ব্যাংকারের মৃত্যু

চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের দামোদরদী ও বিষ্ণুপুর গ্রামে একই দিনে দুজনের মৃত্যু হয়েছে। ২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেল ৪টায় দামোদরদী গ্রামের মুক্তিযোদ্ধা শাহ্ মোঃ মাহমুদুর হোসেন বাবলু (৭৪) ও বিষ্ণুপুর গ্রামের মোঃ আশরাফুল আলম বেপারী (৪৫) ঐদিন রাত ১১টা ৩০মিনিটে ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

পরদিন শুক্রবার সকাল ৯ টায় বিষ্ণুপুর গ্রামের জামে মসজিদ প্রাঙ্গণে আশরাফুল আলম বেপারীর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন ওই মসজিদের খতিব মাওলানা মোঃ আনোয়ার হোসেন। জানাজার পূর্বে বক্তব্য রাখেন জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মানিকুর রহমান মানিক। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তিনি ঢাকা উত্তরা ব্যাংকে কর্মরত ছিলেন। মৃত্যুকালে স্ত্রী, ১ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন।

দামোদরদী গ্রামের মুক্তিযোদ্ধা শাহ্ মোঃ মাহমুদুর হোসেন বাবলুর জানাজা শুক্রবার সকাল ১০টায় নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মিয়া বাড়ি জামে মসজিদের খতিব মাওলানা মোঃ আবদুর রহমান গাজী। জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করেন চাঁদপুর সদর উপজেলার

সহকারী কমিশনার (ভূমি) ও চাঁদপুর সদর মডেল থানার এসআই আকরামুল হক। পরে চাঁদপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয় এবং পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর বিদ্যুৎ বিভাগের অবসরপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন । মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়