প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
কিশোর গ্যাং দমনে পুলিশের ঝটিকা অভিযান ॥ আটক ৫
চাঁদপুর শহরে মহামারীর ন্যায় ছড়িয়ে পড়া এক প্রাণঘাতীর নাম হচ্ছে কিশোর গ্যাং। বিশেষ করে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর এটির দ্বারা সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে শহরবাসী। এক মূর্তিমান আতঙ্কের মধ্য দিয়ে শহরবাসী দিনাতিপাত করছে কিশোর গ্যাংয়ের আতঙ্কে। অবশেষে সেই কিশোর গ্যাং দমনে চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ বাহার মিয়ার নেতৃত্বে চাঁদপুর শহরে গতকাল ২৬ সেপ্টেম্বর সন্ধ্যার কিছু সময় পূর্বে মডেল থানা পুলিশ ঝটিকা অভিযান পরিচালনা করে। অফিসার ইনচার্জ মোঃ বাহার মিয়ার নেতৃত্বে মডেল থানা পুলিশ, নতুন বাজার পুলিশ ফাঁড়ি ও জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরাসহ শতাধিক পুলিশ সদস্যদের টিম পায়ে হেঁটে শহরের কালীবাড়ি মোড়, কোর্ট স্টেশন, মিশন রোড ও লেকেরপাড়, হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ, সিএনজি স্টেশনসহ কিশোর গ্যাং বিচরণের স্থানগুলোতে অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশ ৫ কিশোরকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্যে থানায় নিয়ে যায়।
জানা যায়, নবাগত চাঁদপুর জেলা পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব পিপিএমণ্ডএর নির্দেশে চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ বাহার মিয়ার নেতৃত্বে কিশোর গ্যাং দমনে এ অভিযান পরিচালনা করা হয়।
অফিসার ইনচার্জ মোঃ বাহার মিয়া বলেন, পুলিশ সুপার স্যারের নির্দেশে চাঁদপুর শহরকে কিশোর গ্যাং মুক্ত করতে আমাদের এই অভিযান। আমরা চাঁদপুরকে শান্তির শহর হিসেবে দেখতে চাই। যে কোনো অন্যায় অপরাধ হলে জনগণ আমাদেরকে জানালে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করবো। এজন্যে সকলের আন্তরিক সহযোগিতা চাই। তিনি আরো বলেন, মাদক ও কিশোর গ্যাং দমনের ক্ষেত্রে পুলিশ জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। তাই আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।