প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
ময়নামতি রেজিমেন্ট কমান্ডারের চাঁদপুর সফর
পুরানবাজার ডিগ্রি কলেজে ফুলেল শুভেচ্ছা ও গার্ড অব অনার
২৬ সেপ্টেম্বর বিকেলে চাঁদপুর শহরের পুরানবাজার ডিগ্রি কলেজে বিএনসিসি প্লাটুন ভিজিট করেন ময়নামতি রেজিমেন্টের রেজিমেন্ট কমান্ডার রাশেদুল করিম প্রিন্স এবং অ্যাডজুটেন্ট মেজর মুনতাসির আরাফাত। কলেজের পক্ষ থেকে তাঁদেরকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।
এই বিশেষ সফরে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ লেফটেন্যান্ট মোঃ শোয়ায়েব, শিক্ষক পরিষদের সম্পাদক সহকারী অধ্যাপক ফেরদৌসী বেগম, অনার্স ৭ ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধানগণ এবং অন্যান্য শিক্ষক উপস্থিত ছিলেন।
শুরুতে রেজিমেন্ট কমান্ডার এবং মেজর আরাফাতকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। আর কলেজের শিক্ষার্থীদের মাধ্যমে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে তাঁরা কলেজ ভিজিট করেন এবং শিক্ষার্থীদের সাথে মতবিনিময় ও ফটোসেশন করেন।
অধ্যক্ষ লেফটেন্যান্ট মোঃ শোয়ায়েব বলেন, আজকের এই অনুষ্ঠান আমাদের কলেজের জন্যে গর্বের বিষয়। ময়নামতি রেজিমেন্টের প্রতিনিধিরা এখানে এসে আমাদের শিক্ষার্থীদের মধ্যে অনুপ্রেরণা জুগিয়েছেন।
রেজিমেন্ট কমান্ডার রাশেদুল করিম প্রিন্স বলেন, আমি এখানে এসে সত্যিই আনন্দিত। যুব প্রজন্মের মধ্যে দেশপ্রেম ও সামরিক শৃঙ্খলা গড়ে তুলতে আমি কলেজ কর্তৃপক্ষের সাথে সহযোগিতা করতে আগ্রহী। এই সফর শিক্ষার্থীদের জন্যে একটি অনন্য অভিজ্ঞতা হয়ে থাকবে, যা তাদের মধ্যে দেশপ্রেম এবং জাতির সেবার অনুপ্রেরণা যোগাবে । তিনি এ ধরনের কার্যক্রম ভবিষ্যতে আরও বেশি প্রত্যাশা করেন।