প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
হাজীগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা
বিভিন্ন নির্বাচনে অংশগ্রহণে আমাদের সব গোছানো আছে
----জামায়াত নেতৃবৃন্দ
হাজীগঞ্জ উপজেলা ও পৌর জামায়াত নেতৃবৃন্দের সাথে হাজীগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে হাজীগঞ্জ রিপোটার্স ক্লাবে আয়োজিত সভায় দেশ গঠনে কোরআনের আইনের মাধ্যমে জামায়াতের অবস্থান ও সাংবাদিকদের মতপ্রকাশসহ নানান বিষয়ে আলোচনা হয়।
সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে জামায়াত নেতৃবৃন্দ বলনে, আমরা অংশীদারির ভিত্তিতে জাতীয় সংসদ নির্বাচনে যাবো নাকি একক নির্বাচনে যাবো তা দলের হাই কমান্ড নিশ্চিত করবে। তবে চাঁদপুর-৫ (হাজীগঞ্জ- শাহরাস্তি) আসনে জামায়াতের প্রার্থী চূড়ান্ত করা আছে। এছাড়া হাজীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে যথাক্রমে চেযারম্যান পদে মোজাম্মেল হোসেন পরান, ভাইস চেয়ারম্যান পদে উপজেলা জামায়াত আমির বিএম কলিম উল্যাহ ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যানের নাম নিশ্চিত করা আছে। পৌর নির্বাচনে পৌর জামায়াতের আমির মো. আবুল হাসনাত পাটোয়ারীকে প্রার্থী দেবার সিদ্ধান্ত অনেকটা চূড়ান্ত। এ ছাড়া পৌর কাউন্সিলর পদে কারা জামায়াত থেকে নির্বাচন করবেন তা চূড়ান্ত হয়ে আছে।
জামায়াত নেতৃবৃন্দ আরো বলেন, আমাদেরকে মামলা হামলা দিয়ে দমিয়ে রাখতে পারেনি। আমরা কোরআনের আইনের শাসন প্রতিষ্ঠা করতে রাজনীতি করি। ইনশল্লাহ আমরা রাষ্ট্র ক্ষমতায় গেলে দেশে কোরআনের শাসন চালু করবো।
৫ আগস্ট সরকার পতন প্রসঙ্গে জামায়াত নেতৃবৃন্দ বলেন, একাত্তরের স্বাধীনতা যুদ্ধের বীর মুক্তিযোদ্ধাগণ যেভাবে রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা পাচ্ছেন, ঠিক তেমনি ছাত্র-জনতার আন্দোলনে দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছেন ও পঙ্গুত্ববরণ করেছেন, তাদেরকে সেইভাবে রাষ্ট্রীয় সম্মানী দেবার দাবি জানাই।
হাজীগঞ্জের সাংবাদিকদের সহযোগিতা চেয়ে জামায়াত নেতৃবৃন্দ বলেন, আপনারা সত্য তুলে ধরেন, সকল মন্দ তুলে ধরেন, সমাজের সকল অন্যায় তুলে ধরেন, আপনাদের কলমের দ্বারা দেশের অনেক কিছু পাল্টিয়ে দেয়া সম্ভব। আমরা আপনাদের পাশে আছি, আপনারাও আমাদের পাশে থাকবেন। সদ্য প্রয়াত সাংবাদিক নেতা রুহুল আমিন গাজীর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত শেষে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
প্রেসক্লাবের সভাপতি হাসান মাহমুদের সভাপ্রধানে ও সাধারণ সম্পাদক খন্দকার আরিফের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর বিএম কলিমুল্লাহ ভুঁইয়া, জামায়াতে ইসলামীর উপজেলা নায়েবে আমীর মোজাম্মেল হোসেন মজুমদার পরান, পৌর আমীর মাও. মো. আবুল হাসানাত পাটোয়ারী, প্রেসক্লাব সহ-সভাপতি কবির আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক ইমাম হোসেন হীরা, অর্থ সম্পাদক মোহাম্মদ হাবীব উল্যাহ্, দপ্তর সম্পাদক জহিরুল ইসলাম জয়, ধর্ম বিষয়ক সম্পাদক মনজুর আলম পাটওয়ারী, কার্যকরী সদস্য খালেকুজ্জামান শামীম, মহিউদ্দিন আল আজাদ, কামরুজ্জামান টুটুল, এনায়েত মজুমদার প্রমুখ।
মতবিনিময়ের শুরুতে পবিত্র কোরআন মাজিদ থেকে তেলাওয়াত করেন জামায়াতে ইসলামীর যুব নেতা মাওলানা সাখাওয়াত হোসেন। সভায় জামায়াতে ইসলামীর পৌর নায়েবে আমীর হাফেজ মাও. মো. কবির হোসেন, উপজেলা সহকারী সেক্রেটারী মো. জয়নাল আবেদীন, পৌর সহকারী সেক্রেটারী মো. আবু তাহের, পৌর ছাত্র শিবিরের সভাপতি মো. আরিফ শেখ, সাংবাদিক মোনাব্বের হোসেন ও মো. শরীফ হোসেন সহ অনেকে উপস্থিত ছিলেন।
সভায় প্রেসক্লাবের সহ-সভাপতি সাখাওয়াত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক পাপ্পু মাহমুদ, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম নয়ন, প্রচার সম্পাদক মো. আলমগীর কবির, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সুজন দাস, কার্যকরী সদস্য মো. সাইফুল ইসলাম, মেহেদী হাসান সর্দার, সদস্য হাবিবুর রহমান, কাজী হারুন অর রশিদ, শাখাওয়াত হোসেন শামীমসহ অন্যান্য সংবাদকর্মী উপস্থিত ছিলেন।