শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনের কঠোর নিরাপত্তা থাকবে

---জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

বিমল চৌধুরী ॥
আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনের কঠোর নিরাপত্তা থাকবে

আসন্ন শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে মতবিনিময় সভা করেছেন চাঁদপুরের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। গতকাল ২৫ সেপ্টেম্বর বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জেলা পূজা উদযাপন পরিষদসহ গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে জেলা প্রশাসক শারদীয় দুর্গোৎসবের সফলতা কামনা করে বলেন, সারাদেশের ন্যায় চাঁদপুর জেলায়ও ব্যাপক আয়োজনে দুর্গোৎসবের প্রস্তুতি চলছে। পূজা মণ্ডপের নিরাপত্তার লক্ষ্যে কঠোর নিরাপত্তা ব্যবস্থাগ্রহণ করা হবে। আপনারা সনাতন ধর্মাবলম্বীগণ নির্ভয়ে পূজা পার্বণ উদযাপন করবেন। এজন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। নেয়া হবে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

তিনি আরো বলেন, প্রতিটি পূজামণ্ডপে নিজস্ব স্বেচ্ছাসেবক কমিটি গঠন, সিসি ক্যামেরার ব্যবস্থাসহ পূজা শুরু থেকে শেষদিন পর্যন্ত নিরাপত্তার সকল ব্যবস্থা অব্যাহত থাকবে। নিরাপত্তার স্বার্থে সেনাবাহিনী, পুলিশ, আনসারসহ সাদা পোশাকের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যগণও তাদের দায়িত্ব পালন করবেন। কোথাও কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হলে কাউকে ছাড় দেয়া হবে না। তিনি পূজারীদের প্রতি অনুরোধ জানিয়ে আরো বলেন, আপনারা কোনো প্রকার গুজবে কান দিবেন না। উৎসবের দিনগুলোতে সবাই সজাগ থাকবেন, কোনো প্রকার সমস্যা অনুভব হলে তা প্রশাসনের নজরে আনবেন। আপনারা সকল প্রকার দ্বিধা সংকোচ মনে না রেখে ধর্মীয় ভাবগাম্ভীর্যময় পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপন করবেন--এটাই আমাদের সকলের কাম্য।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম, সেনাবাহিনীর মেজর আরিফ হাসান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডঃ একেএম সলিম উল্লাহ সেলিম, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ সাহাদাৎ হোসেন, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শাহদাত হোসেন শান্ত, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, সহ-সভাপতি পরেশ চন্দ্র মালাকার, সাংগঠনিক সম্পাদক লিটন সাহা, মহিলা সম্পাদিকা শিপ্রা মজুমদার, চাঁদপুর সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, মতলব উত্তর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাস, হাজীগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রুহিদাস বণিক, হাইমচর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিবেক লাল মজুমদার, শাহরাস্তি উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নিখিল বন্ধু অধিকারী, মতলব দক্ষিণ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি কিশোর কুমার ঘোষ, ফরিদগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক লিটন চন্দ্র দাস, কচুয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিকাশ চন্দ্র সাহা, চাঁদপুর পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুমন সরকার জয় প্রমুখ। এছাড়া প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দও বক্তব্য রাখেন।

একইদিন অনুরূপভাবে জেলা পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিব পিপিএম তার সম্মেলন কক্ষে পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন। তিনি শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তায় সকল ব্যবস্থা গ্রহণ করবেন বলে নেতৃবৃন্দকে আশ্বাস প্রদান করেন এবং উৎসব সম্পন্নে সকলের সহযোগিতা কামনা করেন।

জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায় ও সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গোৎসব সম্পন্নে সকলের সহযোগিতা কামনা করেন। তারা বলেন, এ বছর চাঁদপুর জেলায় ২২১টি পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসব সম্পন্নে আয়োজন চলছে। তারা সকল পূজামণ্ডপে জেলা প্রশাসক, পুলিসুপারসহ সকল নেতৃবৃন্দের সানুগ্রহ উপস্থিতি কামনা করেন।

উল্লেখ্য, আগামী ৮ অক্টোবর পঞ্চমী পূজার মধ্য দিয়ে শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব। শেষ হবে ১২ অক্টোবর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে। বরাবর পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী ও দশমী বিহিত পূজা শেষে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি হলেও এই বছর ধর্মীয় বিধি বিধান অনুযায়ী কিছুটা ব্যতিক্রম দেখা দিয়েছে। এই বছর অষ্টমী ও নবমী পূজা একই দিনে নির্ঘণ্ট হওয়ায় আয়োজকসহ সনাতনী ভক্তবৃন্দ একদিন পূজার আনন্দ থেকে বঞ্চিত হবেন বলে জানা যায়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়