প্রকাশ : ০৯ আগস্ট ২০২৪, ০০:০০
শহীদ মিনার ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে পরিচ্ছন্নতার কাজ করলো ফরিদগঞ্জের শিক্ষার্থীরা
নিজ শহরে পরিছন্নতা অভিযানের দ্বিতীয় দিনে ফরিদগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার ও স্মৃতিসৌধ চত্বর এবং মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে পরিচ্ছন্নতার কাজ করলো শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৮ আগস্ট) সকাল থেকে স্কুল-কলেজ-মাদ্রাসা এবং বিশ্ববিদ্যালয়ের অর্ধশতাধিক শিক্ষার্থী দুটি দলে বিভক্ত হয়ে ফরিদগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর এবং ফরিদগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে পরিছন্নতার কাজ করে।
হাসিনা সরকার পতনের পর একদল দুষ্কৃতকারী ব্যাপকভাবে ফরিদগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ভাংচুর করে। ফলে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বর তৈরি হয় ধ্বংসস্তূপে। গতকাল সেই সকল ধ্বংসস্তূপ পরিষ্কারের কাজ করে শিক্ষার্থীরা। অপরদিকে দীর্ঘদিন যাবত ঘাস, লতাপাতায় আবৃত ফরিদগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ আগাছা মুক্তকরণে কোদাল ও কাঁচি হাতে পরিচ্ছন্নতার কাজ করে শিক্ষার্থীরা।
উপজেলা চত্বর, ফরিদগঞ্জ বাজারস্থ থানা মোড়, ফরিদগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার, উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ও ফরিদগঞ্জ বাসস্ট্যান্ডে পরিচ্ছন্নতা অভিযান শেষে আজ শুক্রবার সন্ধ্যায় ফরিদগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে কোটা সংস্কার আন্দোলনে শহীদ ছাত্রদের স্মরণে প্রদীপ প্রজ্জ্বলন করার কথা জানান এসব শিক্ষার্থী।
শিক্ষার্থীরা আরো জানান, সরকার পতনের পর যারা শান্ত ফরিদগঞ্জকে অশান্ত করার চেষ্টা করছে, সংখ্যালঘুদের বাড়িতে হামলা করছে এবং আগামী দিনগুলোতে ডাকাতি, চাঁদাবাজি, লুটতরাজ সহ যে কোনো সহিংসতা সৃষ্টি করার জন্যে যারা চেষ্টা করে যাবে, আমরা তাদেরকে কঠোরভাবে প্রতিহত করবো। দেশটা আমার আপনার আমাদের সবার, দেশটাকে ভালো রাখার দায়িত্ব আমাদের সবার।
এদিকে সাধারণ শিক্ষার্থীদের এমন প্রশংসনীয় কার্যক্রমে খুশি স্থানীয় সচেতন মহল ও ফরিদগঞ্জ বাজার ব্যবসায়ীরা। শিক্ষার্থীদের পরিচ্ছন্নতার এমন কর্মকাণ্ড পরিচালনার সময়কালে ফরিদগঞ্জ বাজারের বেশ ক'জন ব্যবসায়ীকে পানি ও হালকা নাস্তা নিয়ে তাদের পাশে এগিয়ে আসতে দেখা গেছে।