প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৫, ২০:০৬
অসহায় পরিবারের পাশে পরানপুর সমাজ উন্নয়ন সংঘ
মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে কিছুদিন আগে মৃত্যুবরণ করেন কচুয়া উপজেলার পরানপুর গ্রামের নজরুল ইসলাম (আবু সামা) (৩৬)। তার অকাল মৃত্যুতে স্ত্রী-সন্তানসহ পুরো পরিবারটি অসহায় হয়ে পড়ে। এ পরিস্থিতিতে মানবিক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে পরানপুর সমাজ উন্নয়ন সংগঠন। বৃহস্পতিবার (২ জানুয়ারি ২০২৫) বিকেলে মৃত আবু সামার পরিবারের হাতে নগদ ৫০ হাজার টাকা তুলে দেয় সংগঠনটি। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মো. আলাউদ্দিন হোসেন, সহ-সভাপতি বিল্লাল হোসেন ও কোষাধ্যক্ষ আলাউদ্দিন খলিফাসহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ।