মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৫, ১৯:১৬

কচুয়ায় নারীসহ আহত ৪

জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা

নিজস্ব প্রতিনিধি ॥
জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা
গুরুতর আহত অবস্থায় আহসান উল্লাহ ও সাহিদুল।

কচুয়ায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় চারজন আহত হওয়ার অভিযোগ উঠেছে। আহতরা হচ্ছেন : মোসা. আমেনা বেগম, আহসান উল্লাহ্ (৩০), সাহিদুল (২৮) ও মাইন উদ্দিন (২৫)। রোববার (৫ জানুয়ারি ২০২৫) সকালে উত্তর কচুয়া ইউনিয়নের নাহারা গ্রামে হামলার এ ঘটনা ঘটে। এ ব্যাপারে কচুয়া থানায় আহতদের বোন আমেনা বেগম বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন ।

কচুয়া থানার অভিযোগ সূত্রে জানা যায়, কচুয়া উপজেলার উত্তর কচুয়া ইউনিয়নের নাহারা গ্রামের আ. বারেক ও শাহিন গংয়ের সাথে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে বাদী আমেনা গংয়ের। এ নিয়ে একাধিকবার সালিস বৈঠক হয়। সম্প্রতি ওই গ্রামের কালা মিয়ার ছেলে আ. বারেক, আ. বারেকের ছেলে শাহিন, স্ত্রী আরজা বেগম গং ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে আমাদের দখলীয় জমি দখল করার চেষ্টা করে। আমি এবং আমার ভাইগণ প্রতিবাদ করলে আমাদের ওপর অতর্কিত হামলা চালিয়ে কুপিয়ে গুরুতর জখম করে এবং আমার সাহিদুল ভাইয়ের ওপর দা দিয়ে কোপ মেরে মারাত্মক রক্তাক্ত জখম করে। আমাদের ডাক-চিৎকারে বাড়ির আশেপাশের লোকজন ছুটে এসে আমাদেরকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে কর্মরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্যে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপতালে রেফার করেন।

স্থানীয়রা জানায়, আ. বারেক গংয়ের সাথে দীর্ঘদিন যাবৎ বাদী মোসা. আমেনা বেগমের পরিবারের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছে। স্থানীয়ভাবে সমাধান করে দিলে আ. বারেক গং সমাধানে এসে পরবর্তীতে তাদের পরিবারের উশৃঙ্খল আচরণের কারণে ঝামেলা সৃষ্টি হয়। এ ব্যাপারে বিবাদী আঃ বারেক গংয়ের বক্তব্য জানার জন্যে একাধিকবার যোগোযোগের চেষ্টা করেও তাদের বক্তব্য নেওয়া পাওয়া যায়নি। কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আব্দুল হালিম বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়