প্রকাশ : ০৮ আগস্ট ২০২৪, ০০:০০
সেনাবাহিনীর সাথে যোগাযোগের নম্বর জানালো আইএসপিআর
বর্তমান পরিস্থিতিতে জনসাধারণের জান-মাল ও সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহের সার্বিক নিরাপত্তা প্রদানে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে বলে জানিয়েছে আইএসপিআর। যে কোনো নাশকতামূলক কর্মকাণ্ড, হানাহানি এবং প্রাণনাশের হুমকির সম্মুখীন হলে নিকটস্থ সেনাবাহিনী ক্যাম্পে যোগাযোগ করার জন্যে আইএসপিআরের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। গতকাল বুধবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর এক বিজ্ঞপ্তিতে জানায়, ‘এক্ষেত্রে মিথ্যা তথ্য প্রদান ও গুজবে আতঙ্কিত হয়ে সেনাবাহিনীকে বিভ্রান্ত করা থেকে বিরত থাকুন।’
সেনাবাহিনী ক্যাম্পের সহায়তার লক্ষ্যে নিম্নলিখিত নম্বরসমূহে যোগাযোগ করার জন্যে বলা হয়েছে :
চাঁদপুর ০১৮১৫-৪৪০৫৪৩, ০১৫৬৮-৭৩৪৯৭৬;
কুমিল্লা ০১৩৩৪-৬১৬১৫৯, ০১৩৩৪-৬১৬১৬০।