বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কড়াইল বৌ-বাজার বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট
  •   বাকৃবিতে শিক্ষকদের ওপর হামলা ও ককটেল বিস্ফোরণ
  •   সেনাবাহিনীর ভুয়া ক্যাপ্টেনসহ আটক ২
  •   মতলবে মেয়াদোত্তীর্ণ কমিটি বাদ দিয়ে তৃণমূলের অংশগ্রহণে কমিটি গঠনের দাবিতে বিএনপির গণমিছিল।
  •   এসোসিয়েশন অব মডেল ইনস্টিটিউশন্স চাঁদপুর-এর বৃত্তি পরীক্ষা

প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৪, ২২:৫৩

শহীদ বুদ্ধিজীবী দিবসে জেলা গণফোরামের আলোচনা সভা

বর্তমানে দেশে প্রকৃত বুদ্ধিজীবীর অভাব : অ্যাড. সেলিম আকবর

অনলাইন ডেস্ক
বর্তমানে দেশে প্রকৃত বুদ্ধিজীবীর অভাব : অ্যাড. সেলিম আকবর

শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে চাঁদপুর জেলা গণফোরামের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর ২০২৪) বিকেলে চাঁদপুর শহরের জেএম সেনগুপ্ত রোডস্থ দলীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা গণফোরামের সভাপতি অ্যাড. সেলিম আকবর।

তিনি তাঁর বক্তব্যে বলেন, ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী এদেশের দোসরদের নিয়ে স্বাধীনতার মাত্র একদিন আগে দেশকে মেধাশূন্য করার জন্যে দেশের নামকরা বুদ্ধিজীবীদের নির্মমভাবে কাপুরুষের মতো হত্যা করে। বিশ্ববিদ্যালয় শিক্ষক, প্রথিতযশা ডাক্তার, সাংবাদিক, শিল্পী-সাহিত্যিকসহ অগণিত বুদ্ধিজীবীকে পাকিস্তানি হানাদার বাহিনী একাত্তরের ১৪ ডিসেম্বর হত্যা করে। তারা ভেবেছিল এ দেশকে যদি মেধাশূন্য করা যায় তবে বাংলাদেশ কখনো মাথা তুলে দাঁড়াতে পারবে না।

তিনি বলেন, কিছুদিন আগেও বাংলাদেশে তথাকথিত বুদ্ধিজীবীদের দলীয় লেজুড়বৃত্তির কারণে সঠিক ও নিরপেক্ষ সমালোচনা করার মতো বুদ্ধিজীবীর অভাব ছিল । বর্তমানে দেশে প্রকৃত বুদ্ধিজীবীর অভাব । বর্তমান বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতাসহ স্বাধীনভাবে জ্ঞানচর্চা করার দ্বার উন্মুক্ত হয়েছে। এ ক্ষেত্রে স্বাধীন ও নিরপেক্ষ বুদ্ধিজীবীরা যথাযথ ভূমিকা রাখবে বলে গণফোরাম আশা করে ।

চাঁদপুর শহর গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি হাজী আশরাফ বাবুর সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা গণফোরামের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবুল। গণফোরাম নেতা অ্যাড. আবু সুফিয়ানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন জেলা গণফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা বাসুদেব মজুমদার, সাংগঠনিক সম্পাদক আজাদ হোসেন, সদর উপজেলা গণফোরামের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, শ্রমিক গণফোরামের সভাপতি আশরাফ গাজী, পৌর ৭নং ওয়ার্ডের সভাপতি ডা. মোস্তফা কামাল, যুব গণফোরামের সাধারণ সম্পাদক মমিনুর রহমান মিন্টু, আশিকাটি ইউনিয়নের সভাপতি আবুল হাসিম, ইব্রাহিমপুর ইউনিয়নের সভাপতি শহীদ খান, হাইমচর উপজেলা গণফোরামের সাধারণ সম্পাদক শাহজাহান, ছাত্র ফোরামের নেতা জাহিদ হাসান প্রমুখ ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়