বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ২১:১৬

বিষ্ণুপুরে ইসলামী আন্দোলনের সংসদ সদস্য প্রার্থী শেখ মুহাম্মাদ জয়নাল আবেদীনের গণসংযোগ

অনলাইন ডেস্ক
বিষ্ণুপুরে ইসলামী আন্দোলনের সংসদ সদস্য প্রার্থী শেখ মুহাম্মাদ জয়নাল আবেদীনের গণসংযোগ

চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সংসদ সদস্য প্রার্থী শেখ মুহাম্মাদ জয়নাল আবেদীন ব্যাপক গণসংযোগ করেছেন।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে তিনি চাঁদপুর সদর উপজেলার ১নং বিষ্ণুপুর ইউনিয়নের কাজির বাজার ও বাংলাবাজারসহ বিভিন্ন স্থানে গণসংযোগ করেন। এর পূর্বে তিনি ইসলামী আন্দোলন ও সহযোগী সংগঠনের বিষ্ণুপুর ইউনিয়ন দায়িত্বশীলদের সাথে মতবিনিময় করেন।

এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের জেলা সহ-সভাপতি আলহাজ্ব জামিল আহমেদ জাকির, ইসলামী আন্দোলনের সাবেক জেলা অর্থ সম্পাদক আলহাজ্ব মামুনুর রশিদ বেলাল, জেলা শ্রমিক আন্দোলনের সাধারণ সম্পাদক মুহাম্মাদ মহিবুল্লাহ বেপারী, জেলা ছাত্র আন্দোলনের সভাপতি ডিএম ফয়সাল, সদর উপজেলা ইসলামী আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মাওলানা ফরহাদ হোসেন, নির্বাহী সদস্য মাওলা সাব্বির আহমেদ, ১নং বিষ্ণুপুর ইউনিয়ন ইসলামী আন্দোলনের সভাপতি আব্দুল বারেক হাওলাদার, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, ইউনিয়ন যুব আন্দোলনের সভাপতি শরিফুল ইসলামসহ ইউনিয়ন দায়িত্বশীল ও ওয়ার্ড সভাপতি সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।

মতবিনিময় ও গণসংযোগকালে শেখ মুহাম্মাদ জয়নাল আবেদীন বলেন, সৎ ও যোগ্য লোকদেরকে জনপ্রতিনিধি নির্বাচিত করতে হলে ইসলামী আন্দোলনের প্রার্থীকে ভোট দিতে হবে। তিনি বলেন, স্বাধীনতার পর ঘুরে ফিরে যারাই ক্ষমতায় এসেছে তারা দেশের মানুষের ভাগ্য উন্নয়ন করতে পারে নি। ক্ষমতাশীনরা দেশের নয়, নিজেদের উন্নয়ন করেছে।

ইসলামী আন্দোলন ক্ষমতায় গেলে ইনসাফ ভিত্তিক ন্যায়বিচার নিশ্চিত করা হবে। দেশের প্রত্যেকটি নাগরিক তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে।

তিনি বলেন, বিগতদিনের মতো আর কেউ যেনতেন নির্বাচন করে ক্ষমতায় যেতে পারবে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ চায় প্রয়োজনীয় সংস্কার ও দৃশ্যমান বিচার শেষে পিআর পদ্ধতিতে নির্বাচন হোক। যাতে দেশের প্রতিটি ভোটের মূল্যায়ন নিশ্চিত হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়