প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ২১:০৯
মাহবুবুর রহমান শাহীন বাংলাদেশ স্পোর্টস
ফেডারেশন্স সেক্রেটারিজ ফোরামের এডহক কমিটির সহ-সভাপতি নির্বাচিত

চাঁদপুরের কৃতী সন্তান, বাংলাদেশ সুইমিং ফেডারেশনের দু বারের নির্বাচিত সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহীন বাংলাদেশ স্পোর্টস ফেডারেশন্স সেক্রেটারিজ ফোরামের এডহক কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।
|আরো খবর
জানা যায়, বাংলাদেশের ক্রীড়াঙ্গনে নতুন আলোয় দেশের সকল পর্যায়ের খেলোয়াড়দের ক্রীড়া সম্পদে পরিণত করার উদ্দেশ্যে সোমবার (১৫ সেপ্টেম্বর ২০২৫) রাজধানীর একটি অভিজাত হোটেলে দেশের সকল ক্রীড়া সংগঠনের সাধারণ সম্পাদকদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় সকলের সম্মতিতে বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক এমএ কুদ্দুস খানকে সভাপতি, বাংলাদেশ উশু ফেডারেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক দিলদার হাসান দিলুকে সাধারণ সম্পাদক ও চাঁদপুরের কৃতী সন্তান মাহবুবুর রহমান শাহীনকে সহ-সভাপতি নির্বাচিত করে বাংলাদেশ স্পোর্টস্ ফেডারেশনের সেক্রেটারিজ ফোরামের এডহক কমিটি ঘোষণা করা হয়।
উল্লেখ্য, মাহবুবুর রহমান শাহীন চাঁদপুরের অন্যতম ক্রীড়া সংগঠন গুয়াখোলা ক্রীড়া চক্রের সভাপতি, ঢাকাস্থ ওয়ান্ডারার্স ক্লাবের সাধারণ সম্পাদক, আর্মি গলফ ক্লাব ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের আজীবন সদস্য। তিনি বাংলাদেশ সুইমিং ফেডারেশনের দু বারের নির্বাচিত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। আগামীর পথচলায় সকলের নিকট দোয়া চেয়েছেন তিনি।