বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ২০:৫৯

জিলানী চিশতী কলেজের সহকারী অধ্যাপক গোলাম সারওয়ারের অবসরজনিত বিদায় ও মতবিনিময়

'তাঁকে আমরা আদর্শ শিক্ষকের মডেল হিসেবে নিতে পারি'

অনলাইন ডেস্ক
'তাঁকে আমরা আদর্শ শিক্ষকের মডেল হিসেবে নিতে পারি'
শাহতলী জিলানী চিশতী কলেজের সহকারী অধ্যাপক (ভূগোল) মো. গোলাম সারওয়ারের অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা ক্রেস্ট প্রদান করেন কলেজের আজীবন দাতা সদস্য সাংবাদিক সোহেল রুশদী।

চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলী জিলানী চিশতী কলেজের আয়োজনে কলেজের সহকারী অধ্যাপক (ভূগোল) মো. গোলাম সারওয়ারের অবসরজনিত বিদায় সংবর্ধনা ও শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে শিক্ষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১১টায় কলেজের সভাকক্ষে সহকারী অধ্যাপক মো. কামরুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের আজীবন দাতা সদস্য, চাঁদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

তিনি বলেন, আজকের এই অনুষ্ঠানের বিদায়ী অতিথি সহকারী অধ্যাপক মো. গোলাম সারওয়ার খুবই আন্তরিক মানুষ। তিনি প্রতিষ্ঠানকে ভালোবেসেছেন এবং প্রতিষ্ঠানের প্রতি আন্তরিক ছিলেন। তিনি একজন আদর্শ শিক্ষক ছিলেন। তিনি এ প্রতিষ্ঠানকে নিজের পরিবারের মতো আগলে রেখেছেন। তিনি এ প্রতিষ্ঠানে ৩৩ বছর ২০ দিন সুনাম ও সম্মানের সাথে নিজ দায়িত্ব পালন করেছেন। তাঁকে আমরা আদর্শ শিক্ষকের মডেল হিসেবে নিতে পারি। তিনি ভূগোলের শিক্ষক ছিলেন। শিক্ষার্থীদের প্রিয় শিক্ষক ছিলেন।

কলেজের ইংরেজি বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক মো. জহিরুল ইসলাম খান মুরাদের পরিচালনায় বক্তব্য রাখেন কলেজের বিদায়ী সহকারী অধ্যাপক মো. গোলাম সারওয়ার। এছাড়া বক্তব্য রাখেন জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোহসিন উদ্দিন, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুজ্জামান, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কালাম আজাদ, জিলানী চিশতী কলেজের জ্যেষ্ঠ প্রভাষক মাওলানা ছোহাইল আহমাদ চিশতী, মিসেস নরুন্নাহার বেগম মুক্তা, মো. জিয়াউর রহমান, ফারজানা আক্তার, মো. হানিফ মিয়া, মো. হাবিবুর রহমান, প্রভাষক মো. মানিক মিয়া, প্রদর্শক মো. মুঞ্জুর হোসেন পাটওয়ারী, প্রভাষক মো. শাহাদাৎ হোসেন, মো. মাহবুবুর রহমান, মোসা. মনোয়ারা খাতুন, ফরিদা আক্তার, সুমা রাণী পাল, মনোয়ারা আক্তার, মোছা. হাবিবা আক্তার রাণী।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী রুপা রাণী দাস।

অনুষ্ঠানের শুরুতে বিধি মোতাবেক জ্যেষ্ঠতার ভিত্তিতে কলেজের বিদায়ী সহকারী অধ্যাপক মো. গোলাম সারওয়ার কলেজের চলতি দায়িত্ব কলেজের সহকারী অধ্যাপক মো. কামরুল হাসানের কাছে লিখিতভাবে হস্তান্তর করেন।

শুরুতেই কলেজের বিদায়ী সহকারী অধ্যাপক (ভূগোল) মো. গোলাম সারওয়ারকে বিদায়ী সংবর্ধনা ক্রেস্ট, ফুলেল শুভেচ্ছা ও উপহার তুলে দেন কলেজের আজীবন দাতা সদস্য সাংবাদিক সোহেল রুশদী। অনুষ্ঠানে কলেজের শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষ থেকেও সংবর্ধনা ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন কলেজের সহকারী অধ্যাপক মো. কামরুল হাসান। তিনি বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

জানা গেছে, বিদায়ী সহকারী অধ্যাপক (ভূগোল) মো. গোলাম সারওয়ার গত ১ সেপ্টেম্বর ১৯৯২ তারিখে প্রভাষক পদে অত্র কলেজে যোগদান করেন এবং সহকারী অধ্যাপক পদ থেকে ১৮ সেপ্টেম্বর ২০২৫ তারিখে অবসর গ্রহণ করেন। তিনি মোট ৩৩ বছর ২০ দিন সুনামের সাথে দায়িত্ব পালন করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়