প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২১, ০০:০০
চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখে অবস্থিত মুক্তিযুদ্ধের সংস্কারকৃত স্মৃতিফলক, ওয়াকওয়ে ও পার্ক সৃজনের ফলক উন্মোচন করে শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি। পরে তিনি শহীদ মুক্তিযোদ্ধাদের মাগফেরাত কামনা করে মোনাজাতে অংশ নেন। মোনাজাত পরিচালনা করেন জেলা ইমাম-মুয়াজ্জিন কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মাওলানা মোঃ আবদুর রহমান গাজী।
উদ্বোধনকালে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ, চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুল ইসলাম নাজিম দেওয়ান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান, চাঁদপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আইয়ুব আলী বেপারী, চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ আলী মাঝি, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোঃ আলী আর্শ্বাদ মিয়াজী, চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রশিদ, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডঃ আব্দুল্লাহ আল মামুন, জেলা যুবলীগের আহ্বায়ক অ্যাডঃ হুমায়ুন কবীর সুমন, যুগ্ম আহ্বায়ক শিমুল হাসান শাবনু, জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ জহির উদ্দিনসহ অন্য নেতৃবৃন্দ।
শিক্ষামন্ত্রী মুক্তিযুদ্ধের স্মৃতিফলকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং নির্মিত ওয়াকওয়ে ও পার্ক সৃজনে পায়চারি করে উপস্থিত সকলকে অভিনন্দন জানান।