প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২১, ০০:০০
মতলব উত্তর উপজেলার লুধুয়া উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র সিফাত (১৪) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেছে। বৃহস্পতিবার ১২টায় নিজ বসত ঘরে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। সিফাত লুধুয়া গ্রামের আবদুস সোবহান পাটোয়ারীর ছেলে। মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্মরত চিকিৎসক অনুপ কুমার সাহা তাকে মৃত ঘোষণা করেন। পারিবারিক সূত্রে জানা যায়, সিফাত (১৪) নিজ বসত ঘরে ফ্যান ছাড়তে গেলে বিদ্যুতায়িত হয়ে যায়।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় সিফাতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।