শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২১, ০০:০০

সকল ধর্মের মানুষের অধিকার প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী কাজ করছেন
স্টাফ রিপোর্টার ॥

পরম ঈশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে চাঁদপুর পুরাণবাজার হরিসভা মন্দির কমপ্লেক্সে পুরাণবাজার জন্মাষ্টমী উদ্‌যাপন পরিষদ দুদিনব্যাপী ব্যাপক ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করে। ৩০ আগস্ট সোমবার প্রথমদিন সকালে নগর কীর্তন, স্বাস্থ্য সুরক্ষায় মাস্ক বিতরণ, সন্ধ্যায় করোনাভাইরাস থেকে মুক্তির লক্ষ্যে দেশ ও জাতির মঙ্গল কামনায় সমবেত প্রার্থনা, শ্রীমদ্ভাগবত গীতার শ্লোক আবৃত্তি, নারীদের শঙ্খ ও উলুধ্বনি এবং নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী। তিনি বলেন, ভগবান শ্রীকৃষ্ণ দ্বাপর যুগে পৃথিবীতে স্বীয় মায়াবলে অবতীর্ণ হন। তিনি দুষ্টের দমন আর সৃষ্টির পালন করার মধ্যে দিয়ে পৃথিবীতে শান্তি স্থাপন করেন। পৃথিবীতে যুগে যুগে সকল ধর্মে মহাপুরুষের আগমন ঘটেছে। সকলের মূল লক্ষ্যই ছিল শান্তি স্থাপন করা। মানুষের কল্যাণ করা। কিন্তু আজ অনেক ক্ষেত্রে তা ব্যাহত হচ্ছে। আমরা ধর্মের অপব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করছি, সৃষ্টি করছি অনাচার-অবিচারের। তা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, ধর্মের প্রকৃত অর্থ আমাদেরকে পালন করতে হবে। তিনি বলেন, বঙ্গবন্ধুর বাংলায় কোন সন্ত্রাস, জঙ্গিবাদের স্থান নেই। তারা যতই শক্তিশালী হোক না কেন তাদের অবশ্যই বিনাশ হবে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সকল ধর্মের মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছেন। কেউ ধর্মের নামে সন্ত্রাস সৃষ্টি করে পার পাবেন না। তিনি দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য সকলের প্রতি অনুরোধ জানান।

পুরাণবাজার জন্মাষ্টমী উদ্‌যাপন পরিষদ নবগঠিত কমিটির সভাপতি মিঠুন বণিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাজীব সাহা অমিতের পরিচালনায় বক্তব্য রাখেন হাইমচর উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি বিবেকলাল মজুমদার, সংগঠনের সাবেক সভাপতি অনন্ত চক্রবর্তী, সাধারণ সম্পাদক ডাঃ সহদেব দেবনাথ, বর্তমান সহ-সভাপতি প্রণব সাহা নন্দু, মানিক সাহা প্রমুখ। প্রতিযোগিতা পর্ব শেষে শ্রীকৃষ্ণের পূজা ও অভিষেক অনুষ্ঠিত হয়। পরে সকলের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। অনুষ্ঠানকে ঘিরে ব্যাপক ভক্ত সমাবেশ পরিলক্ষিত হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়