শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ৩১ আগস্ট ২০২১, ০০:০০

করোনা ও উপসর্গে মৃত্যুহীন চাঁদপুরে একটি দিন

করোনা ও উপসর্গে মৃত্যুহীন চাঁদপুরে একটি দিন
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥

অনেকদিন পর চাঁদপুরে করোনা ও উপসর্গে মৃত্যুহীন একটি দিন গেলো গতকাল ৩০ আগস্ট সোমবার। এদিন চাঁদপুর জেলার কোথাও করোনায় বা উপসর্গ নিয়ে মৃত্যুর ঘটনা ঘটেনি। করোনার দ্বিতীয় ঢেউ চলাকালীন প্রায় দেড় মাস যাবত চাঁদপুরে প্রতিদিনই করোনায় আক্রান্ত হয়ে অথবা উপসর্গ নিয়ে মৃত্যুর ঘটনা ছিলো। দেড় মাসের মধ্যে গতকালই প্রথম মৃত্যুহীন একটি দিন গেলো। চাঁদপুর সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে আরো জানা যায়, গতকাল চাঁদপুর জেলায় ২৭ জনের করোনা শনাক্ত হয়েছে। একই দিন ১১৫ জনকে সুস্থ ঘোষণা করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। গতকাল ১৭৬ জনের নমুনা পরীক্ষা করে ২৭ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ১৫.৩৪ শতাংশ।

নতুন শনাক্ত হওয়া ২৭ জন হচ্ছে : চাঁদপুর সদর ১৯, ফরিদগঞ্জ ২, হাজীগঞ্জ ১, শাহরাস্তি ১, মতলব দক্ষিণ ৩ ও মতলব উত্তর উপজেলায় ১ জন।

আরো জানা যায়, সোমবার পর্যন্ত জেলায় করোনায় মোট আক্রান্ত হয়েছে ১৪৩৯২ জন। এর মধ্যে মারা গেছেন ২২৯ জন, সুস্থ হয়েছেন ১৩৫৮৬ জন। বর্তমানে চিকিৎসাধীন আছেন ৫৭৭ জন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়