প্রকাশ : ৩১ আগস্ট ২০২১, ০০:০০
‘পাশে আছি বাংলাদেশ’ এ স্লোগান নিয়ে প্রাণ আরএফএল গ্রুপের সৌজন্যে চাঁদপুর পুলিশ লাইন্স মাঠে পাঁচ শতাধিক পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম (বার)। পুলিশ সুপার জানান, বিট পুলিশিং সেবার মাধ্যমে থানা ভিত্তিক প্রত্যেকটা বিটে কর্মহীন, অসহায় হতদরিদ্র সাধারণ মানুষের কাছে মানবিক ত্রাণ সহায়তা পৌঁছে দিবে জেলা পুলিশ। দেশের এই দুঃসময় যতদিন থাকবে ততদিন এই অসহায়, কর্মহীন, বাস্তুহারা ও দুঃস্থ মানুষের জন্যে মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) সুদীপ্ত রায়, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারীসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ।
ছবিতে দেখা যাচ্ছে পুলিশ লাইন্স মাঠে সমবেত অসহায় হতদরিদ্রদের কাছে গিয়ে তাদের সাথে কথা বলছেন পুলিশ সুপার এবং তারপর মানবিক সহায়তার প্যাকেট তুলে দেন তাদের হাতে।