শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ৩০ আগস্ট ২০২১, ০০:০০

জাতীয় মৎস্য সপ্তাহে শ্রেষ্ঠ মৎস্যচাষীদের পুরস্কার প্রদান
বাদল মজুমদার ॥

‘বেশি বেশি মাছ চাষ করি বেকারত্ব দূর করি’। এই প্রতিপাদ্যকে ধারণ করে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উপলক্ষে চাঁদপুর জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর চাঁদপুর আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা মৎস্য কর্মকর্তা মোঃ গোলাম মেহেদী হাসান। সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাছির উদ্দিন সরোয়ার। তিনি তাঁর বক্তব্যে বলেন, ইলিশ মাছের প্রজনন ক্ষেত্র চাঁদপুরের পদ্মা ও মেঘনা নদী। তাই মা ইলিশকে রক্ষায় এ বছর জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, নৌ-পুলিশ ও কোস্টগার্ড একযোগে অভিযান পরিচালনা করবে। সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ মাহাবুব রশিদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নূরুল ইসলাম নাজিম দেওয়ান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী, সাধারণ সম্পাদক রহিম বাদশা, কোস্টগার্ড স্টেশন কমান্ডার সাদিক হোসেন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইউব আলী বেপারী ও মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা। উদ্যোক্তা হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়রের সহধর্মিণী সামিনা রহমান। স্বাগত বক্তব্য রাখেন সহকারী মৎস্য কর্মকর্তা সুদীপ ভট্টাচার্য।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাওঃ মুফতি কেফায়েত উল্লাহ্। গীতা পাঠ করেন ফণি ভূষণ দেব।

মৎস্য সপ্তাহ উপলক্ষে যারা পুরস্কৃত হলেন : সদর উপজেলার মৈশাদী ইউনিয়নে দেশী শিং মাছ চাষের উদ্যোক্তা সামিনা রহমান, মতলব উত্তর উপজেলার মাছের রেণু গুণগত মানের ও জাতীয় মৎস রেনু উৎপাদন জন্য তারেক রহমান চৌধুরী ও কচুয়া উপজেলার মনোসেক্স তেলাপিয়া মিশ্র চাষী মোঃ মঈন উদ্দিন। এছাড়াও জাটকা রক্ষা ও মা ইলিশ রক্ষায় অবদানের জন্যে চাঁদপুর প্রেসক্লাব সভাপতি ও সাধারণ সম্পাদককে পুরস্কার হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়