প্রকাশ : ৩০ আগস্ট ২০২১, ০০:০০
গতকাল ২৯ আগস্ট রোববার চাঁদপুর জেলায় ২৬ জনের করোনা শনাক্ত হয়েছে। একই দিন ১০৪ জনকে সুস্থ ঘোষণা করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। গতকাল ১৯১ জনের নমুনা পরীক্ষা করে ২৬ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ১৩.৬১ শতাংশ।
নতুন শনাক্ত হওয়া ২৬ জন হচ্ছে : চাঁদপুর সদর ৪, হাইমচর ৩, ফরিদগঞ্জ ২, হাজীগঞ্জ ৬, শাহরাস্তি ৪, মতলব দক্ষিণ ৪ ও কচুয়া উপজেলায় ৩ জন। এছাড়া ২৮ আগস্ট দিবাগত রাত ২টায় কুলসুমা বেগম (৫৫) নামে এক করোনা রোগী নিজ বাড়িতে মারা গেছেন। তার বাড়ি চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়নের শিলন্দিয়া গ্রামে। এ নিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা হলো ২২৯ জন। চাঁদপুর সিভিল সার্জন অফিস সূত্রে এসব তথ্য জানা গেছে।
সূত্র থেকে আরো জানা যায়, রোববার পর্যন্ত জেলায় করোনায় মোট আক্রান্ত হয়েছে ১৪৩৬৫ জন। এর মধ্যে মারা গেছেন ২২৯ জন, সুস্থ হয়েছেন ১৩৪৭১ জন। বর্তমানে চিকিৎসাধীন আছেন ৬৬৫ জন।