প্রকাশ : ৩০ আগস্ট ২০২১, ০০:০০
বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক, চাঁদপুর জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিক বলেছেন, বিএনপি একটি আদর্শিক রাজনৈতিক দল। নিয়মতান্ত্রিক আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে আমরা মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনাবো। সরকারের জুলুম-অত্যাচারের মধ্যেও বিএনপি এগিয়ে যাবে। নতুন নির্বাচন ও গণতন্ত্রের নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আমাদের আন্দোলন ছাড়া কোনো পথ খোলা নেই। সেই লক্ষ্যেই দলকে সাংগঠনিকভাবে আরো শক্তিশালী করার কার্যক্রম চালিয়ে যাচ্ছি।
তিনি ২৯ আগস্ট রোববার সন্ধ্যায় জেএম সেনগুপ্ত রোডস্থ মুনিরা ভবনে চাঁদপুর জেলা বিএনপি নেতৃবৃন্দের সাথে চাঁদপুর পৌর বিএনপির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।
পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডঃ হারুনুর রশিদের সঞ্চালনায় উক্ত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সলিম উল্লাহ সেলিম, মাহাবুব আনোয়ার বাবলু, মুনীর চৌধুরী, খলিলুর রহমান গাজীসহ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়কবৃন্দ।
এছাড়াও সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে মতামত ব্যক্ত করে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক নেতা হাজী মোশারফ হোসেন, চাঁদপুর পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আফজাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদির বেপারী, সাংগঠনিক সম্পাদক শরিফ উদ্দিন পলাশ প্রমুখ।
সভায় পৌর বিএনপি'র সাংগঠনিক পনরটি ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং কেউ কেউ বক্তব্য রাখেন।