শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ৩০ আগস্ট ২০২১, ০০:০০

পুলিশের বাধায় ছাত্রদলের বিক্ষোভ পণ্ড
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুর শহরে ছাত্রদলের বিক্ষোভ কর্মসূচি পুলিশের বাধার মুখে হতে পারে নি। বাধা উপেক্ষা করে বিক্ষোভ সমাবেশ করতে নিলে পুলিশের ধাওয়ায় নেতা-কর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়। ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, সহ-সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান রনিসহ আটক ছাত্রনেতাদের মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুর জেলা ছাত্রদল ওই প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি আহ্বান করে।

গতকাল রোববার বিকেলে জেলা ছাত্রদলের সভাপতি ইমান হোসেন গাজী ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারীর নেতৃত্বে নতুনবাজার বেগম মসজিদের সামনে সড়কে মিছিল নিয়ে জেলা বিএনপি কার্যালয়ের দিকে যেতে চাইলে পুলিশ তাতে বাধা দেয় এবং ব্যানার নিয়ে যায়। পরে তারা দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার জন্যে জড়ো হলে পুলিশ ধাওয়া ও লাঠিচার্জ করে নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করে দেয়।

চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মুহাঃ আবদুর রশিদ জানান, প্রশাসনের অনুমতি ছাড়াই তারা মিছিল-মিটিং করতে চায়। নিষেধ করার পরও রাস্তার উপর তারা সমাবেশ করতে চাইলে জনস্বার্থে আমরা তাদেরকে সরিয়ে দিয়েছি।

ছাত্রদল নেতারা বলেন, এই সরকার বিনা ভোটের সরকার। তাদের পায়ের তলায় মাটি নেই। তাই ভয়ে এখন ছাত্রনেতাদের গ্রেফতার করছে। পুলিশ দিয়ে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে দিচ্ছে না। অবিলম্বে সাইফ মাহমুদ জুয়েলসহ আটক সব ছাত্রনেতার নিঃশর্ত মুক্তির দাবি করেন তারা।

বিক্ষোভ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাবেক নেতা সফিউদ্দিন বাবলু, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান সোহাগ, সহ-সভাপতি আবু হানিফ কাকন, যুগ্ম সাধারণ সম্পাদক এমএইচ শাকিল, সোহেল রানা, পৌর ছাত্রদলের আহ্বায়ক মামুন খান, সদস্য সচিব ফয়সাল আহমেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বারেক ভূঁইয়া, কলেজ ছাত্রদলের আহ্বায়ক সোহেল গাজী, সদস্য সচিব আল-আমিন মুন্সি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাসেল তপাদার জনি, থানা ছাত্রদলের আহ্বায়ক হাবিবুর রহমান, সদস্য সচিব জিসান আহমেদ মুরাদসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়