শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ৩০ আগস্ট ২০২১, ০০:০০

উন্নয়ন বঞ্চিত ফরিদগঞ্জের উন্নয়নে পরিকল্পনা প্রতিমন্ত্রীর কাছে উপজেলা চেয়ারম্যান রোমানের যে দাবিগুলো ছিলো
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥

উন্নয়ন বঞ্চিত ফরিদগঞ্জের উন্নয়নে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলমের কাছে জোরালো দাবি জানিয়েছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান। তিনি প্রতিমন্ত্রীর কাছে বর্তমান সরকারের টানা তিন মেয়াদে ফরিদগঞ্জে যে উল্লেখযোগ্য তেমন কোনো উন্নয়ন হয়নি তা তুলে ধরেন। চেয়ারম্যান রোমান প্রতিমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, ফরিদগঞ্জ এই জেলার সর্ববৃহৎ উপজেলা। এক উপজেলা নিয়েই একটা সংসদীয় এলাকা। ১৯৯৬’র আওয়ামী লীগ সরকারের সময় এবং এর পরবর্তী ২০০৯ সাল থেকে চলমান সময় পর্যন্ত টানা তিন মেয়াদে কখনো ফরিদগঞ্জবাসী কোনো মন্ত্রী পায়নি। যার কারণে চাঁদপুর জেলার মধ্যে সবচেয়ে উন্নয়ন বঞ্চিত হয়েছে ফরিদগঞ্জ। অথচ যোগাযোগের ক্ষেত্রে পার্শ্ববর্তী লক্ষ্মীপুর জেলা, রায়পুর উপজেলা এবং চাঁদপুর জেলার কয়েকটি উপজেলার সাথে কানেক্টিভিটি রয়েছে এ উপজেলার। এই কানেক্টিভিটি বিবেচনায় পুরো ফরিদগঞ্জ উপজেলার ব্যাপক উন্নয়ন হওয়া প্রয়োজন ছিলো। ফরিদগঞ্জ উপজেলায় সড়ক যোগাযোগের পাশাপাশি নৌ যোগাযোগও রয়েছে। ডাকাতিয়া নদী বেষ্টিত বলা চলে এ উপজেলাকে। এই দুটি যোগাযোগ ব্যবস্থাকে যদি আধুনিকায়ন করা হতো এবং উপজেলার ভেতরের রাস্তাগুলো যদি প্রশস্ত, পাকা এবং মসৃণ হতো, তাহলে ফরিদগঞ্জ উপজেলা হতো অর্থনৈতিক অঞ্চল গড়ে ওঠার ক্ষেত্রে চাঁদপুর জেলার মধ্যে সবচেয়ে উপযোগী উপজেলা। কারণ, এ উপজেলার অধিকাংশ মানুষ প্রবাসী। প্রবাসে থাকা মানুষগুলো তার নিজ উপজেলায়ই বিনিয়োগ করতো। দীর্ঘ সময় ধরে উন্নয়ন বঞ্চিত হওয়ায় ফরিদগঞ্জ একটি অবহেলিত উপজেলা হিসেবেই এখনো পরিচিত হয়ে আছে।

এসব বিবরণ তুলে ধরে চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলমের কাছে ফরিদগঞ্জে বেশ কয়েকটি মেগাপ্রকল্প বাস্তবায়ন করার অনুরোধ জানান। যেই মেগাপ্রকল্পের দ্বারা এ উপজেলায় বড় বড় অর্থনৈতিক জোন গড়ে উঠবে। তাতে এ এলাকার আর্থ-সামাজিক অবস্থার পরিবর্তন ঘটবে। চেয়ারম্যান রোমান প্রতিমন্ত্রীর কাছে আরেকটি দাবি জোরালোভাবে উত্থাপন করেন, ফরিদগঞ্জ পৌরসভাকে খ শ্রেণি থেকে ক শ্রেণির তথা প্রথম শ্রেণির পৌরসভায় উন্নীত করতে। তাতে দেশি-বিদেশি অনুদান ও উন্নয়ন বরাদ্দ অনেক বৃদ্ধি পাবে। এক কথায় ফরিদগঞ্জের উন্নয়নে পরিকল্পনা প্রতিমন্ত্রীর সবসময় সুদৃষ্টি কামনা তিনি করেছেন।

গত ২৬ আগস্ট বৃহস্পতিবার বিকেলে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে চাঁদপুরের জনপ্রতিনিধিদের সাথে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলমের মতবিনিময় সভায় ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান প্রতিমন্ত্রীর উদ্দেশ্যে এসব কথা বলেন এবং ফরিদগঞ্জবাসীর ভাগ্যোন্নয়নে এসব দাবি তুলে ধরেন। প্রতিমন্ত্রী শামসুল আলম তাঁর দাবিগুলো গুরুত্বের সাথে নেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়