প্রকাশ : ২৯ আগস্ট ২০২১, ০০:০০
গতকাল ২৮ আগস্ট শনিবার চাঁদপুর জেলায় ৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে। একই দিন ২২৫ জনকে সুস্থ ঘোষণা করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। গতকাল ২৪৮ জনের নমুনা পরীক্ষা করে ৩৯ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ১৫.৭২ শতাংশ।
নতুন শনাক্ত হওয়া ৩৯ জন হচ্ছে : চাঁদপুর সদর ২৫, মতলব উত্তর ৪, ফরিদগঞ্জ ৮, হাজীগঞ্জ ১ ও শাহরাস্তি উপজেলায় ১ জন।
চাঁদপুর সিভিল সার্জন অফিস সূত্রে এসব তথ্য জানা গেছে। সূত্র থেকে আরো জানা যায়, গতকাল পর্যন্ত জেলায় করোনায় মোট আক্রান্ত হয়েছে ১৪৩৩৯ জন। এর মধ্যে মারা গেছেন ২২৮ জন, সুস্থ হয়েছেন ১৩৩৬৭ জন। বর্তমানে চিকিৎসাধীন আছেন ৭৪৪ জন।