প্রকাশ : ২৯ আগস্ট ২০২১, ০০:০০
শনিবার ২৮ আগস্ট চাঁদপুর কণ্ঠের প্রিন্ট ভার্সনে ‘হাজীগঞ্জে উপজেলা প্রশাসনের অনুমতি নিয়েই কি চলছে অবৈধ ড্রেজার?’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। এ সংবাদ দেখে লাওকোরায় ড্রেজার দিয়ে বালু উত্তোলন স্থলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার অভিযান চালান।
অভিযানে ড্রেজার মালিককে ১ লাখ টাকা জরিমানা ও ড্রেজারটি বিনষ্ট করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ড্রেজার মালিক জসিম প্রশাসনের নামে মিথ্যা কথা বলে ড্রেজার চালিয়ে আসছিলো। ড্রেজার দিয়ে কৃষি জমি বিনষ্ট করার দায়ে ড্রেজার মালিককে অর্থদণ্ড ও ড্রেজারটি বিনষ্ট করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ৮নং হাটিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জলিলুর রহমান মির্জা দুলাল, ইউপি সদস্য রহতম উল্লাহ ভূঁইয়া, লাওকোরা ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কাইয়ুম বেপারী।