শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ২৯ আগস্ট ২০২১, ০০:০০

ইনশাল্লাহ বিএনপি ক্ষমতায় আসবে ধৈর্য ধরতে হবে
স্টাফ রিপোর্টার ॥

বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ও চাঁদপুর জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিক বলেছেন, ইনশাল্লাহ বিএনপি ক্ষমতায় আসবে। আমাদেরকে ধৈর্য ধরতে হবে। বর্তমান পরিস্থিতিতে আমরা নিয়মতান্ত্রিক আন্দোলন-সংগ্রামের মাধ্যমে দলকে সুসংগঠিত করবো। কোনো ভেদাভেদ নয়, আগামী দিনের জন্য প্রস্তুত থাকতে হবে। এজন্যে দরকার দলের ইস্পাত কঠিন ঐক্য। নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি গতকাল ২৮ আগস্ট শনিবার সকাল এগারোটার দিকে তাঁর চাঁদপুর শহরের নিজ বাসভবনের হলরুমে মতলব উত্তর উপজেলা বিএনপির সাধারণ সভায় উদ্বোধকের বক্তব্যে একথা বলেন।

সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ড. মোঃ জালাল উদ্দিন। তিনি তাঁর বক্তব্যে বলেন, বর্তমান অবৈধ সরকারের দমন পীড়নে দেশের মানুষ আজ দিশেহারা। দেশ ও জাতির দুর্দিনে নেতা-কর্মীদের প্রতি আমার অনুরোধ, সকল ভেদাভেদ ভুলে আমরা দলের প্রতি আনুগত্য রেখে কাজ করবো। মনে রাখতে হবে এ জালিম সরকার থেকে একমাত্র মুক্তির পথ হচ্ছে আন্দোলন ও সংগ্রাম।

তিনি আরো বলেন, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার জন্যে সকলে দোয়া করবেন, তিনি যেনো সুস্থ থাকেন। বর্তমান করোনাকালে আমাদের অনেক নেতা-কর্মী মৃত্যবরণ করেছেন, তাদের রুহের মাগফেরাত কামনা করছি। যারা অসুস্থ আছেন তাদের সুস্থতা কামনা করছি।

মতলব উত্তর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডঃ ফজলুল হক সরকার হান্নানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ নুরুল হক জিতুর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডঃ সলিম উল্লাহ সেলিম ও যুগ্ম আহ্বায়ক মুনীর চৌধুরী।

উপস্থিত ছিলেন ছেঙ্গারচর পৌর বিএনপির সভাপতি নান্নু মিয়া প্রধান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর প্রধান, মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার, সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক মিয়া মঞ্জুর আমিন স্বপন, মতলব পৌর বিএনপির সভাপতি সোয়েব আহমেদ সরকার, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগর, মতলব পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন প্রমুখ নেতৃবৃন্দ।

সভায় জিয়াউর রহমানের কর্মময় জীবনের উপর আলোচনার পাশাপাশি দলের সাংগঠনিক বিষয় নিয়ে বক্তব্য দেন নেতারা। মতলব উত্তর উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ সভায় বক্তব্য রাখেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়